সিলেটে রেলস্টেশন থেকে চোরাই পণ্যসহ গ্রেফতার চার

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৭:৫৩

সিলেট, ৭ মার্চ, ২০২৫ (বাসস) : সিলেট রেলস্টেশন থেকে চোরাই পণ্যসহ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় ৩ লাখ টাকার ভারতীয় চকলেট জব্দ করা হয়েছে।

সিলেট জেলা রেলওয়ে গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ আবু কাউছার এই তথ্য নিশ্চিত করেছেন। আজ শুক্রবার পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, ঢাকার চকবাজার থানার খাজে দেওয়ান লেনের মো. নুরুল ইসলামের ছেলে মো. সুজন আহাম্মদ মজনু, মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কুড়িগাও গ্রামের আবুল খায়েরের ছেলে মো. জাহিদুল ইসলাম লিমন, বরিশাল বিমানবন্দর থানার ক্ষুদ্রকাঠি গ্রামের আব্দুল মালেক খানের ছেলে মো. শামীম হোসেন, মুন্সিগঞ্জের লৌহজং থানার রাদগাও গ্রামের আবেদ আলী শেখের মেয়ে ইয়াছমিন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা কয়েকটি ব্যাগে করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চকলেট নিয়ে এক নম্বর প্লাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তাদের কাছে চোরাই মালামাল রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তল্লাশির পর বিভিন্ন ব্র্যান্ডের চকলেট ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে, কিটক্যাট, সাফারি, ডেইরি মিল্ক, বেনজোসহ বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ ভারতীয় চকলেট। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
ডাকসু নির্বাচনে অনিদের প্রার্থীতা প্রত্যাহার, ছাত্রদলের জেসানকে পূর্ণ সমর্থন
ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
১০