সুনামগঞ্জে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৭:৫৬
সুনামগঞ্জে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি: বাসস

সুনামগঞ্জ, ৭ মার্চ ২০২৫ (বাসস): জেলা সদরে আজ বিভিন্ন অনিয়মের দায়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট সাড়ে সাতহাজার টাকা জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনায় গঠিত বাজার মনিটরিং কমিটি। 

আজ শুক্রবার (৭ মার্চ) বেলা সোয়া ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুনামগঞ্জ শহরতলীর ওয়েজখালিতে বাজার মনিটরিং কমিটির এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউর রায়হান।  

বাজার মনিটরিং কমিটি সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা সোয়া ১১ টায় শহরের ওয়েজখালিতে অভিযানকালে প্রভাত স্টোরের মালিক প্রকাশ পালকে দুইহাজার টাকা, মোহাম্মদ আলী ষ্টোরের মালিক মোহাম্মদ আলীকে একহাজার টাকা, মাতৃ ভান্ডারের মালিক অমর পালকে একহাজার টাকা, আমিরউদ্দিন ষ্টোরের মালিক আমির উদ্দিনকে একহাজার টাকা, শের আলী ষ্টোরের মালিক শের আলীকে পাঁচশ’ টাকা, মোরগের দোকানী তাহের মিয়াকে পাঁচশ’ টাকা, স্বপন পোল্ট্রি দোকানের মালিক আব্দুর রহমানকে পাঁচশ’ টাকা ও মা-বাবার দোয়া মাংসের দোকানী শামীম আহমদকে একহাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় জেলা ক্যাবের সিনিয়র সহ-সভাপতি মো. দিলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফয়সল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ ও মিশরের সর্বোচ্চ আদালতের সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষরিত
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজযাত্রী নিবন্ধন 
জাতীয় এ্যামেচার র‌্যাংকিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনিয়া ও আবু বকর সিদ্দিক
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ
প্রবীণদের জন্য কমিউনিটিভিত্তিক কেয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা
ম্যাক্রোঁকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তার প্রথম প্রধানমন্ত্রী
জাতীয় চ্যাম্পিয়নশিপে মধুমতি জোনে চ্যাম্পিয়ন স্বাগতিক গোপালগঞ্জ
বান্দরবানে একলাখ ২১ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৩ শতাংশ প্রবৃদ্ধি
মৈত্রী শিল্পকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় শারমীন এস মুরশিদের
১০