সুনামগঞ্জে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৭:৫৬
সুনামগঞ্জে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি: বাসস

সুনামগঞ্জ, ৭ মার্চ ২০২৫ (বাসস): জেলা সদরে আজ বিভিন্ন অনিয়মের দায়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট সাড়ে সাতহাজার টাকা জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনায় গঠিত বাজার মনিটরিং কমিটি। 

আজ শুক্রবার (৭ মার্চ) বেলা সোয়া ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুনামগঞ্জ শহরতলীর ওয়েজখালিতে বাজার মনিটরিং কমিটির এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউর রায়হান।  

বাজার মনিটরিং কমিটি সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা সোয়া ১১ টায় শহরের ওয়েজখালিতে অভিযানকালে প্রভাত স্টোরের মালিক প্রকাশ পালকে দুইহাজার টাকা, মোহাম্মদ আলী ষ্টোরের মালিক মোহাম্মদ আলীকে একহাজার টাকা, মাতৃ ভান্ডারের মালিক অমর পালকে একহাজার টাকা, আমিরউদ্দিন ষ্টোরের মালিক আমির উদ্দিনকে একহাজার টাকা, শের আলী ষ্টোরের মালিক শের আলীকে পাঁচশ’ টাকা, মোরগের দোকানী তাহের মিয়াকে পাঁচশ’ টাকা, স্বপন পোল্ট্রি দোকানের মালিক আব্দুর রহমানকে পাঁচশ’ টাকা ও মা-বাবার দোয়া মাংসের দোকানী শামীম আহমদকে একহাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় জেলা ক্যাবের সিনিয়র সহ-সভাপতি মো. দিলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফয়সল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’ এর পরিচ্ছন্নতা অভিযান
রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করতে হবে : এ্যানি
রাশিয়া ইউক্রেনকে এক হাজার সেনার মরদেহ হস্তান্তর করেছে
আবার চালু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৫ জন
সিরিয়ার দক্ষিণাঞ্চলে সহিংসতায় পাঁচ শতাধিক নিহত হয়েছে : পর্যবেক্ষক সংস্থা
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩২৮ জন আটক 
ছাত্র-জনতা হত্যা মামলায় সিলেটে পাঁচ আওয়ামী লীগ নেতা কারাগারে
সিএমইউ’তে জুলাই অভ্যুত্থানের তাৎপর্য নিয়ে স্মৃতিচারণ 
নীলফামারীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ
১০