হাওরে ধনু নদীর পাড়ে ইফতার

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৩:৫০
হাওরের প্রাকৃতিক  সৌন্দর্য  উপভোগ ও সজীবতা পেতেবিভিন্ন জায়গায় ইফতারের আয়োজন । ছবি : বাসস

নেত্রকোনা, ৮মার্চ, ২০২৫(বাসস) : রমজান মাসে হাওরের প্রাকৃতিক  সৌন্দর্য  উপভোগ ও সজীবতা পেতে হাওরের বিভিন্ন জায়গায় ইফতারের আয়োজন করতে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা।কখনো নদীর পাড়ে বা কখনো হিজল বনে, আবার কখনো খোলা মাঠের  মাঝখানে। অনেক দূর থেকে মোটর বাইকে করে বেশিরভাগই প্যাকেটে করে সঙ্গে নিয়ে আসেন ইফতারের নানা খাবার,কেউ কেউ আবার স্থানীয় বাজার থেকে কিনে নেন ইফতারসামগ্রী।সবুজ ঘাসের গালিচার উপর পাটি, খবরের কাগজ বিছিয়ে আয়োজন করা হয় শরবত, ছোলা,পেঁয়াজু,বেগুনি, চপ,মুড়ি,কাবাব  জিলাপিসহ বাহারি পদের ইফতার। আছরের নামাজের পরপরই দেখা মিলে এমন দৃশ্য।প্রাকৃতিক পরিবেশে  ইফতারের আগে  অনেকেই দোয়া করে প্রশান্তি অনুভব করেন।সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় স্নিগ্ধ বাতাসে।

নেত্রকোনা জেলার হাওর উপজেলা খালিয়াজুড়ির রসুলপুরের ধনু নদীর পাড় তেমনি একটি স্থান,প্রতিদিন অনেক দূর থেকে ভ্রমণ পিপাসুরা এখানে আসেন ইফতার করতে। এখানে ইফতার করতে আসা তানভীর সোহেল  বাসস প্রতিনিধিকে জানান,

"প্রতি বছরই জেলার বিভিন্ন স্থানে গিয়ে ইফতার করি প্রকৃতির সাথে মনের শান্তির জন্য।গ্রাম বাংলার মানুষদের রমজান মাস কেমন কাটে সেটাও দেখার জন্য।

হাওর পাড়ের ইফতার এক অসাধারণ প্রশান্তি সৃষ্টি করেছে।

প্রকৃতির পুরোটাই এখানে পাওয়া যায়। আমাদের আজকের ইফতারে ছোলা,পেঁয়াজু ,বেগুনী,চপ, চিকেন, সালাদ, মুড়ি, জালি কাবাব এগুলো ছিলো।

তিনি আরো জানান রমজান মাসে  তারা বন্ধুরা মিলে মোটর বাইকে করে জেলার বিভিন্ন জায়গায় গিয়ে ইফতারের আয়োজন করেন,খালিয়াজুড়ির ধনু নদীর সৌন্দর্য তাদের বিমোহিত করেছে এবং এখানে ইফতার করে মনে এসেছে প্রশান্তি।

দূর থেকে আসা ভ্রমণপিপাসুদের এমন আয়োজন স্থানীয় মানুষের  মধ্যেও আনন্দ সৃষ্টি করে, তারাও ইফতারের বিভিন্ন উপকরণ দিয়ে যোগ দেন অতিথিদের আয়োজনে।এভাবেই সৃষ্টি হয় ভ্রাতৃত্ববোধ আর দূরত্ব কমে মানুষ থেকে মানুষের।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরে পিতার ফেলে যাওয়া সেই আফিয়ার পাশে দাঁড়ালেন তারেক রহমান
মুন্সীগঞ্জে রোপা আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি
বিএনপির মধ্যে স্বৈরাচারী, সন্ত্রাসী ও কর্তৃত্ববাদ মনোভাব নেই: এ্যানি
রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা খুন
ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
নড়াইলে মাসুদ রানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‌্যালি ও সেমিনার 
পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়া
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রীর বৈঠক: স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
ঐতিহ্যবাহী উরুন-গাইনের চাহিদা কমলেও টিকে আছে
১০