বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৪:৪২

দিনাজপুর, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার বীরগঞ্জে আজ ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজাহার আলী (৬২) নামে এক গরু ব্যবসায়ী নিহত এবং দু'জন আহত হয়েছেন।

মৃত আজাহার আলী(৬২)উপজেলার শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের ভুলু দেওয়ানের ছেলে।

বীরগঞ্জ থানার ওসি পরিদর্শক আব্দুল গফুর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,আজ শনিবার দুপুর সাড়ে ১২ টায় জেলার বীরগঞ্জ-কাহারোল সড়কের প্রেমবাজার নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

পুলিশের সূত্রটি জানায়, আজ শনিবার দুপুরে ৩ জন একটি মোটরসাইকেলে গরু কিনতে বীরগঞ্জ থেকে জেলার কাহারোল হাটে যাচ্ছিলেন। এ সময় বীরগঞ্জ-কাহারোল পাকা রাস্তার প্রেমবাজার নামক স্থানে  বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই আজাহার আলী নামের একজনের মৃত্যু হয়।

মোটরসাইকেলের অপর দু'জন আরোহী জেলার বীরগঞ্জ উপজেলার  বলদিয়াপাড়া গ্রামের  আফসার আলীর পুত্র রেজাউল ইসলাম (৪০) ও একই উপজেলার প্রসাদপাড়ার গ্রামের শুকুর আলীর পুত্র মফেল সরকার (৬৫) গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন তাদের দু'জনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছে।

বীরগঞ্জ থানার ওসি পরিদর্শক আব্দুল গফুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি জানান, দুর্ঘটনায় কবলিত ট্রাক ঢাকা মেট্রো ট- ১৬-৮৮১৪ ট্রাকটি আটক করা হয়ছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি, লোকো মাস্টারসহ বরখাস্ত ২
সেলিম আল দীনের স্মৃতিস্মারক সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ চেয়ে ৫০ নাগরিকের বিবৃতি
পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের নিন্দা 
অক্সিজেন সামিটে সম্মিলিত কর্মপরিকল্পনা তৈরি ও শক্তিশালী সুশাসনের আহ্বান
নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সূচিতে পরিবর্তন
মেধাভিত্তিক সরকার গঠনে শিক্ষকদের সমর্থন ও সহযোগিতা চায় বিএনপি : তারেক রহমান 
বাংলাদেশ ও মিশরের সর্বোচ্চ আদালতের সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষরিত
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজযাত্রী নিবন্ধন 
জাতীয় এ্যামেচার র‌্যাংকিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনিয়া ও আবু বকর সিদ্দিক
১০