বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৪:৪২

দিনাজপুর, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার বীরগঞ্জে আজ ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজাহার আলী (৬২) নামে এক গরু ব্যবসায়ী নিহত এবং দু'জন আহত হয়েছেন।

মৃত আজাহার আলী(৬২)উপজেলার শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের ভুলু দেওয়ানের ছেলে।

বীরগঞ্জ থানার ওসি পরিদর্শক আব্দুল গফুর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,আজ শনিবার দুপুর সাড়ে ১২ টায় জেলার বীরগঞ্জ-কাহারোল সড়কের প্রেমবাজার নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

পুলিশের সূত্রটি জানায়, আজ শনিবার দুপুরে ৩ জন একটি মোটরসাইকেলে গরু কিনতে বীরগঞ্জ থেকে জেলার কাহারোল হাটে যাচ্ছিলেন। এ সময় বীরগঞ্জ-কাহারোল পাকা রাস্তার প্রেমবাজার নামক স্থানে  বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই আজাহার আলী নামের একজনের মৃত্যু হয়।

মোটরসাইকেলের অপর দু'জন আরোহী জেলার বীরগঞ্জ উপজেলার  বলদিয়াপাড়া গ্রামের  আফসার আলীর পুত্র রেজাউল ইসলাম (৪০) ও একই উপজেলার প্রসাদপাড়ার গ্রামের শুকুর আলীর পুত্র মফেল সরকার (৬৫) গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন তাদের দু'জনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছে।

বীরগঞ্জ থানার ওসি পরিদর্শক আব্দুল গফুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি জানান, দুর্ঘটনায় কবলিত ট্রাক ঢাকা মেট্রো ট- ১৬-৮৮১৪ ট্রাকটি আটক করা হয়ছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরে পিতার ফেলে যাওয়া সেই আফিয়ার পাশে দাঁড়ালেন তারেক রহমান
মুন্সীগঞ্জে রোপা আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি
বিএনপির মধ্যে স্বৈরাচারী, সন্ত্রাসী ও কর্তৃত্ববাদ মনোভাব নেই: এ্যানি
রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা খুন
ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
নড়াইলে মাসুদ রানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‌্যালি ও সেমিনার 
পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়া
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রীর বৈঠক: স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
ঐতিহ্যবাহী উরুন-গাইনের চাহিদা কমলেও টিকে আছে
১০