কাল খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৫:০৫

খুলনা, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও জুলাই বিপ্লবে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র স্মৃতি স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে  ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’  আগামীকাল উদ্বোধন করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার কাল দুপুরে প্রধান অতিথি হিসেবে ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ উদ্বোধন করবেন।

উদ্বোধনের পর উপদেষ্টা ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে এক আলোচনা সভায় যোগ দেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুন্নবী এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই, ঢাকার উত্তরার আজমপুর এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন ছাত্র মুগ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি, লোকো মাস্টারসহ বরখাস্ত ২
সেলিম আল দীনের স্মৃতিস্মারক সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ চেয়ে ৫০ নাগরিকের বিবৃতি
পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের নিন্দা 
অক্সিজেন সামিটে সম্মিলিত কর্মপরিকল্পনা তৈরি ও শক্তিশালী সুশাসনের আহ্বান
নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সূচিতে পরিবর্তন
মেধাভিত্তিক সরকার গঠনে শিক্ষকদের সমর্থন ও সহযোগিতা চায় বিএনপি : তারেক রহমান 
বাংলাদেশ ও মিশরের সর্বোচ্চ আদালতের সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষরিত
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজযাত্রী নিবন্ধন 
জাতীয় এ্যামেচার র‌্যাংকিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনিয়া ও আবু বকর সিদ্দিক
১০