কাল খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৫:০৫

খুলনা, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও জুলাই বিপ্লবে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র স্মৃতি স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে  ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’  আগামীকাল উদ্বোধন করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার কাল দুপুরে প্রধান অতিথি হিসেবে ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ উদ্বোধন করবেন।

উদ্বোধনের পর উপদেষ্টা ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে এক আলোচনা সভায় যোগ দেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুন্নবী এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই, ঢাকার উত্তরার আজমপুর এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন ছাত্র মুগ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০