পটুয়াখালীতে ৪টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৫:৪০
শনিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি : বাসস

পটুয়াখালী, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার বাউফলে  আজ ৪টি অবৈধ  ইটভাটা  গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসময়  মো. হানিফ নামের ইটভাটার এক মালিককে ১ লাখ টাকা অনাদায়ে তিন মাসের জেল এবং জরিমানা করা হয়েছে।

আজ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী (ভূমি) প্রতিক কুমার কুন্ডর নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুড়িয়ে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের গাড়ি ব্যবহার করে পানি দিয়ে জ্বলন ভাটা ও কাঁচা ইট ভিজিয়ে দেয়া হয়।

এসময় বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, বাউফল ভূমি অফিসের সার্ভেয়ার  কমরুল হাসান উপস্থিত ছিলেন।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

গুঁড়িয়ে দেওয়া  ইটভাটাগুলো হলো বাউফলের কাছিপাড়া ইউনিয়নের পিভিসি ব্রিকস, একই ইউনিয়নের গোপালীয়া এলাকার এসজিআর ব্রিকস, সততা ব্রিকস ও খানজাহান ব্রিকস।

এর মধ্যে পিভিসি ব্রিকসের মালিক মনির হোসেনকে ১ লাখ, এসজিআর ব্রিকসের মালিক মো. সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও সততা ব্রিকসের মালিককে ১লাখ টাকা জরিমানা করা হয়। এ জরিমানার টাকা পরিশোধের জন্য তাকে বিকেল ৪টা পর্যন্ত সময় বেধে দেয় ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ডে দন্ডিত করা হবে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ড বলেন, এসব ব্রিকফিল্টের অনুমোদিত কোন লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের  ছাড়পত্র নেই। এ কারণে ব্রিক ফিল্ডগুলো গুড়িয়ে দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০