চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি ইউনিট’ এর পরীক্ষা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৫:৫১ আপডেট: : ০৮ মার্চ ২০২৫, ১৬:০২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কলা ভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। ছবি : ঢাবি জনসংযোগ

ঢাকা, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বি ইউনিট, ১ম বর্ষ বি.এ. (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিভাগীয় অঞ্চলের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কলা ভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

এসময় অন্যদের মধ্যে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি ইউনিট’ এর পরীক্ষা চট্টগ্রাম ছাড়াও ঢাকা ও রাজশাহীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৩৩ হাজার ৪শ’ ২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি, লোকো মাস্টারসহ বরখাস্ত ২
সেলিম আল দীনের স্মৃতিস্মারক সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ চেয়ে ৫০ নাগরিকের বিবৃতি
পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের নিন্দা 
অক্সিজেন সামিটে সম্মিলিত কর্মপরিকল্পনা তৈরি ও শক্তিশালী সুশাসনের আহ্বান
নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সূচিতে পরিবর্তন
মেধাভিত্তিক সরকার গঠনে শিক্ষকদের সমর্থন ও সহযোগিতা চায় বিএনপি : তারেক রহমান 
বাংলাদেশ ও মিশরের সর্বোচ্চ আদালতের সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষরিত
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজযাত্রী নিবন্ধন 
জাতীয় এ্যামেচার র‌্যাংকিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনিয়া ও আবু বকর সিদ্দিক
১০