সুনামগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৬:৪১ আপডেট: : ০৮ মার্চ ২০২৫, ১৬:৪৭
সুনামগঞ্জ সদর উপজেলার টুকের বাজারে আজ অভিযান চালিয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং কমিটি। ছবি : বাসস

সুনামগঞ্জ, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জ সদর উপজেলার টুকের বাজারে আজ অভিযান চালিয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং কমিটি।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মরিয়ম আক্তারের নেতৃত্ব বাজার মনিটরিং এ অংশ নেন জেলা ক্যারে সাধারণ সস্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ফয়সল আহমদ। এসময় বাজার মনিটরিং কমিটিকে সহযোগিতা করেন সদর মডেল থানার একদল পুলিশ।

আজ দুপুর পৌনে ১টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান চলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আজ দুপুর পৌনে ১টায় জেলা প্রশাসকের কার্যালযের সহকারী কমিনার মরিয়ম আক্তারের নেতৃত্বে বাজার মনিটরিং কমিটি সুনামগঞ্জ সদর উপজেলার টুকের বাজারে অভিযান চালায়।

অভিযানের সময় মা-বাবার দোয়া স্টোরকে পণ্যের মূল্য তালিকা না থাকায় ও মেয়াদোত্তীর্ণ মালামার রাখার দায়ে এক হাজার টাকা,পণ্যের মূল্য তালিকা সঠিক না থাকায় ও মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার দায়ে নিপেশ ষ্টোরকে এক হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা না থাকায় ও মেয়াদাত্তীর্ণ মালামাল রাখার দায়ে আব্দুল মালিক এণ্ড সন্সকে এক হাজার টাকা,পণ্যের মূল্য তালিকা না থাকায় জমির ষ্টোরকে এক হাজার টাকা, সোয়াবিন তেলের ক্রয় বিক্রয় রশিদ না থাকায় ও মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার দায়ে দুটি ধারায়  ইসলাম ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা এবং পণ্যের মূল্য না থাকায় শাহ মিলন ষ্টোরকে ৫ শত টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০