সুনামগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৬:৪১ আপডেট: : ০৮ মার্চ ২০২৫, ১৬:৪৭
সুনামগঞ্জ সদর উপজেলার টুকের বাজারে আজ অভিযান চালিয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং কমিটি। ছবি : বাসস

সুনামগঞ্জ, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জ সদর উপজেলার টুকের বাজারে আজ অভিযান চালিয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং কমিটি।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মরিয়ম আক্তারের নেতৃত্ব বাজার মনিটরিং এ অংশ নেন জেলা ক্যারে সাধারণ সস্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ফয়সল আহমদ। এসময় বাজার মনিটরিং কমিটিকে সহযোগিতা করেন সদর মডেল থানার একদল পুলিশ।

আজ দুপুর পৌনে ১টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান চলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আজ দুপুর পৌনে ১টায় জেলা প্রশাসকের কার্যালযের সহকারী কমিনার মরিয়ম আক্তারের নেতৃত্বে বাজার মনিটরিং কমিটি সুনামগঞ্জ সদর উপজেলার টুকের বাজারে অভিযান চালায়।

অভিযানের সময় মা-বাবার দোয়া স্টোরকে পণ্যের মূল্য তালিকা না থাকায় ও মেয়াদোত্তীর্ণ মালামার রাখার দায়ে এক হাজার টাকা,পণ্যের মূল্য তালিকা সঠিক না থাকায় ও মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার দায়ে নিপেশ ষ্টোরকে এক হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা না থাকায় ও মেয়াদাত্তীর্ণ মালামাল রাখার দায়ে আব্দুল মালিক এণ্ড সন্সকে এক হাজার টাকা,পণ্যের মূল্য তালিকা না থাকায় জমির ষ্টোরকে এক হাজার টাকা, সোয়াবিন তেলের ক্রয় বিক্রয় রশিদ না থাকায় ও মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার দায়ে দুটি ধারায়  ইসলাম ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা এবং পণ্যের মূল্য না থাকায় শাহ মিলন ষ্টোরকে ৫ শত টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০