ফেনীতে ১০ নারীকে সেলাই মেশিন বিতরণ

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৬:৩৮
নারী দিবস উপলক্ষে ফেনীতে ১০ নারীকে সেলাই মেশিন বিতরণ। ছবি : বাসস

ফেনী, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : জেলায়  প্রশিক্ষণ নেয়া ১০ নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা এ উদ্যোগ নেয় সেলাই মেশিন বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১২টায়  আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেণ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক গোলাম মো: বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সাইদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মনজুর আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ ফাতিমা সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাছরীন আক্তার। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, নারীদের নিয়ে কাজ করা এনজিও ও বেসরকারি উন্নয়ন সংস্থা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপপরিচালক নাছরীন আক্তার বাসস কে জানান, সমাজের পিছিয়ে পড়া অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা ও অস্বচ্ছল নারীরা নিজেদের স্বাবলম্বী করতে এখানে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্য থেকে এ নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য ১০ জনকে বাছাই করে সেলাই মেশিন দেয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০