বরগুনায় তিনটি বেকারির মালিক ও ব্যবস্থাপক কারাগারে

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ২০:৩২

বরগুনা, ৮ মার্চ ২০২৫ (বাসস): জেলার আমতলী উপজেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশে ও রাসায়নিক রং ব্যবহার করে বিস্কুট তৈরীর অভিযাগে দায়েরকৃত মামলায় তিনটি বেকারির মালিক ও ব্যবস্থাপকদের কারাগারে পাঠিয়েছে আদালত। 

আজ শনিবার বিকেলে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরীয়ত উল্লাহ’র আদালত অভিযুক্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া জানান, আমতলী পৌর শহরের মিঠাবাজার এলাকার খাঁন ফ্রেস, নিউ বিসমিল্লাহ এবং রিয়াদ বেকারিগুলো দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে এবং কাপড়ের রং দিয়ে বিস্কুট উৎপাদন করছিল। শনিবার বিকেলে আমতলী থানা পুলিশের সহায়তায় বরগুনা জেলা নিরাপদ খাদ্য বিভাগ ওই তিনটি বেকারির কারখানায় অভিযান চালায়। 

তিনি জানান, অভিযানকালে খাঁন ফ্রেস বেকারির ম্যানেজার মো সোহেল মিয়া, নিউ বিসমিল্লাহ বেকারির ম্যানেজার মনির হোসেন ও রিয়াদ বেকারির মালিক রেজাউল করিমকে আটক করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের ও তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক ওই তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আটক ব্যক্তিদের আদালতে নির্দেশ অনুসার কারাগারে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত : বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা আরও জোরদারের আহ্বান
বাংলাদেশ ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত
২০২৬ সালে বাংলাদেশে ২.৫ বিলিয়ন ডলারের প্রকল্প অর্থায়ন করতে পারে এডিবি
সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে নারী নেত্রী ও বিশেষজ্ঞদের সহযোগিতা চাইলেন সিইসি
১০