বরগুনায় তিনটি বেকারির মালিক ও ব্যবস্থাপক কারাগারে

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ২০:৩২

বরগুনা, ৮ মার্চ ২০২৫ (বাসস): জেলার আমতলী উপজেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশে ও রাসায়নিক রং ব্যবহার করে বিস্কুট তৈরীর অভিযাগে দায়েরকৃত মামলায় তিনটি বেকারির মালিক ও ব্যবস্থাপকদের কারাগারে পাঠিয়েছে আদালত। 

আজ শনিবার বিকেলে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরীয়ত উল্লাহ’র আদালত অভিযুক্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া জানান, আমতলী পৌর শহরের মিঠাবাজার এলাকার খাঁন ফ্রেস, নিউ বিসমিল্লাহ এবং রিয়াদ বেকারিগুলো দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে এবং কাপড়ের রং দিয়ে বিস্কুট উৎপাদন করছিল। শনিবার বিকেলে আমতলী থানা পুলিশের সহায়তায় বরগুনা জেলা নিরাপদ খাদ্য বিভাগ ওই তিনটি বেকারির কারখানায় অভিযান চালায়। 

তিনি জানান, অভিযানকালে খাঁন ফ্রেস বেকারির ম্যানেজার মো সোহেল মিয়া, নিউ বিসমিল্লাহ বেকারির ম্যানেজার মনির হোসেন ও রিয়াদ বেকারির মালিক রেজাউল করিমকে আটক করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের ও তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক ওই তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আটক ব্যক্তিদের আদালতে নির্দেশ অনুসার কারাগারে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনের রাজধানীতে ‘ব্যাপক’ হামলা চালিয়েছে রাশিয়া: কিয়েভের মেয়র
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ২ জনের মৃত্যু, নিখোঁজ ২১ 
দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা
মোল্লাহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
বোয়ালখালীতে পণ্যের মেয়াদে বিভ্রান্তিকর তথ্য, জরিমানা
লাতিন আমেরিকার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা হোয়াইট হাউসের
তাইওয়ান সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের জন্য রাষ্ট্রদূতকে চীনের তলব
বাসে অগ্নিসংযোগকালে ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ডুবে ১ জনের মৃত্যু
কুড়িগ্রামে নাশকতা বিরোধী অভিযানে গ্রেপ্তার ১২
কিয়েভের ওপর রাশিয়ার হামলায় হতাহত ১৬  
১০