বরগুনায় তিনটি বেকারির মালিক ও ব্যবস্থাপক কারাগারে

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ২০:৩২

বরগুনা, ৮ মার্চ ২০২৫ (বাসস): জেলার আমতলী উপজেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশে ও রাসায়নিক রং ব্যবহার করে বিস্কুট তৈরীর অভিযাগে দায়েরকৃত মামলায় তিনটি বেকারির মালিক ও ব্যবস্থাপকদের কারাগারে পাঠিয়েছে আদালত। 

আজ শনিবার বিকেলে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরীয়ত উল্লাহ’র আদালত অভিযুক্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া জানান, আমতলী পৌর শহরের মিঠাবাজার এলাকার খাঁন ফ্রেস, নিউ বিসমিল্লাহ এবং রিয়াদ বেকারিগুলো দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে এবং কাপড়ের রং দিয়ে বিস্কুট উৎপাদন করছিল। শনিবার বিকেলে আমতলী থানা পুলিশের সহায়তায় বরগুনা জেলা নিরাপদ খাদ্য বিভাগ ওই তিনটি বেকারির কারখানায় অভিযান চালায়। 

তিনি জানান, অভিযানকালে খাঁন ফ্রেস বেকারির ম্যানেজার মো সোহেল মিয়া, নিউ বিসমিল্লাহ বেকারির ম্যানেজার মনির হোসেন ও রিয়াদ বেকারির মালিক রেজাউল করিমকে আটক করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের ও তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক ওই তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আটক ব্যক্তিদের আদালতে নির্দেশ অনুসার কারাগারে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০