সরকার ক্রমান্বয়ে কর অব্যাহতি কমাবে: এনবিআর চেয়ারম্যান

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৭:০০
মঙ্গলবার এনবিআর’র প্রধান কার্যালয়ে প্রাক-বাজেট সভায় সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান খান কথা বলেন। ছবি: পিআইডি

ঢাকা, ১১ মার্চ, ২০২৫ (বাসস): জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, নতুন করে কর অব্যাহতির কথা কেউ বলবেন না। আমরা চাই যতটুকু আছে তাও কমিয়ে আনা, ধীরে ধীরে কর অব্যাহতি তুলে দেওয়া।

তিনি বলেন, ‘আমরা আর কর ব্যয় বহন করতে চাই না। কর অব্যাহতির সংস্কৃতি থেকে সরে আসার সময় এসেছে।’ 

মঙ্গলবার এনবিআর’র প্রধান কার্যালয়ে প্রাক-বাজেট সভায় তিনি এসব কথা বলেন।

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি), বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ), বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরাম এবং অবসরপ্রাপ্ত কর কর্মকর্তা কল্যাণ সমিতির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কর দিয়ে কেউ দেউলিয়া হয় না, কর তো আয়ের ওপর, ব্যয়ের ওপর নয়। তাহলে দিতে সমস্যা কোথায়।’

ব্যবসা শুরু করার আগে কর ছাড় চাওয়ার মানসিকতার সমালোচনা করে রাজস্ব বোর্ডের প্রধান বলেন, বিনিয়োগের সিদ্ধান্ত কর ছাড়ের চেয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা, ভৌগোলিক সুবিধা এবং সম্ভাব্য আয়ের ওপর ভিত্তি করে হওয়া উচিত।

তিনি আরো বলেন, ‘আয়কর নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কর ছাড় দেওয়া হলেই শিল্প প্রতিষ্ঠা করা উচিত এই ধারণাটি ভূল। 

বিদেশী অর্থায়নে পরিচালিত সরকারি প্রকল্প সম্পর্কে আবদুর রহমান খান বলেন, কর আদায় নিশ্চিত করার জন্য চুক্তিতে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। যদি পরিবর্তন না করা হয়, তাহলে আমরা কর রাজস্ব থেকে বঞ্চিত থাকব। চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা উচিত যে কর প্রদান ঠিকাদারদের দায়িত্ব।

কর ফাঁকি রোধকল্পে চুক্তিগুলো সতর্কতার সাথে যাচাই-বাছাইয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি আরো বলেন, এই খাতে কর ফাঁকি দেওয়া হচ্ছে এবং এই সমস্যা সমাধানের জন্য একটি বিস্তৃত আলোচনা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০