জয়পুরহাটে অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা 

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৮:৪৭
অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা । ছবি :বাসস

জয়পুরহাট, ১১ মার্চ ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ অনুমোহনহীন একটি ইটভাটাকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। অন্যদিকে, দু’টি ইটভাটার মালিককে মোট দুইলাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার পালি আদিবাসী ও নারায়ণপাড়া এলাকার মেসার্স এসবিএ ব্রিকস ও মেসার্স এসএবি ব্রিকস নামে দু’টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জয়পুরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।  

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাসসকে জানান, অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় মেসার্স এসবিএ ব্রিকস ও মেসার্স এসএবি ব্রিকস নামের ২টি ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার  টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, অবৈধ ‘এসবিএ ব্রিকস’ ইটভাটাটি ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

অভিযানকালে পরিবেশ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, জেলায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ তলাপাত্র প্রমুখ উপস্থিত ছিলেন।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাদুল্লাপুরে সাপের কামড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু
খুলনায় শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী
শালিখায় মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে ২ জন নিহত
মিশরে গাজা শান্তি আলোচনার তৃতীয় দিনে যোগ দেবে কাতার ও তুরস্ক
বিপদে মানুষের ভরসা ৯৯৯
নড়াইলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
পথ হারানো সাত শিক্ষার্থীকে উদ্ধারের ঘটনায় বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শনাক্ত ফ্যাক্টওয়াচের
উত্তরাঞ্চলের বন্যার পুরোনো ছবি ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত বাংলাফ্যাক্টের
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ
দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত দুই যুবদল নেতা বহিষ্কার
১০