জয়পুরহাটে অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা 

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৮:৪৭
অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা । ছবি :বাসস

জয়পুরহাট, ১১ মার্চ ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ অনুমোহনহীন একটি ইটভাটাকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। অন্যদিকে, দু’টি ইটভাটার মালিককে মোট দুইলাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার পালি আদিবাসী ও নারায়ণপাড়া এলাকার মেসার্স এসবিএ ব্রিকস ও মেসার্স এসএবি ব্রিকস নামে দু’টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জয়পুরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।  

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাসসকে জানান, অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় মেসার্স এসবিএ ব্রিকস ও মেসার্স এসএবি ব্রিকস নামের ২টি ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার  টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, অবৈধ ‘এসবিএ ব্রিকস’ ইটভাটাটি ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

অভিযানকালে পরিবেশ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, জেলায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ তলাপাত্র প্রমুখ উপস্থিত ছিলেন।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাবিতে আগামীকাল ক্লাস-পরীক্ষা বন্ধ
ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় সভা
সামাজিক অবক্ষয় ও পারিবারিক সংগ্রামের মঞ্চ নাটক ‘গগনে গর্জিছে’
ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী চারজনসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
খুলনার ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের পথ খোঁজা হচ্ছে
লক্ষ্মীপুরে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৯ গুণী শিল্পী
চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে মালামাল চুরি, ট্রাকসহ ১জন গ্রেপ্তার
খুলনায় এ বছর ভোটার বেড়েছে ৭৮ হাজার ৩৭২ জন
মিয়ানমারে উচ্চ বিদ্যালয়ে বিমান হামলায় কমপক্ষে ১৯ শিক্ষার্থী নিহত
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ৩,৫৪১ মামলা
১০