শালিখায় মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে ২ জন নিহত

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১১:৩৩

মাগুরা, ৮ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার শালিখা উপজেলার তালখড়ি বাজারের কাছে মোটরসাইকেল ও ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, তালখড়ি বাজারের কাছাকাছি স্থানে একটি পালসার মোটরসাইকেল ও একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হলে নসিমনটি উলটে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারীর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবু হুরায়রা (২১) ও অজ্ঞাতনামা পথচারীর মৃত্যু হয়। মোটরসাইকেলের অপর আরোহী রিফাত (১৯) গুরুতর আহত হন। দুর্ঘটনার পর নসিমন চালক পালিয়ে যায়। 

নিহত আবু হুরায়রা শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাকের বিশ্বাসের পুত্র। আহত রিফাত একই ইউনিয়নের কুশখালি গ্রামের হাফিজুর রহমানের পুত্র। তারা দুজনই পেশায় ডেকোরেশন কর্মী এবং চতুরবাড়িয়া বাজারে তাদের একটি দোকান রয়েছে। 

জানা যায়, তারা মোটরসাইকেলে করে আড়পাড়া থেকে চতুরবাড়িয়া যাচ্ছিলেন। পথে তালখড়ি বাজারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়। আহত রিফাতকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মাগুরার শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি মিয়া জানান, নসিমন চালককে আটকের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতদের মরদেহ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেনীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইনে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন
লক্ষ্মীপুরে এক বছরে ১০ হাজার মানুষকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে
চুয়াডাঙ্গায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন : সংবাদিকদের নিয়ে কর্মশালা 
খুলনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
হত্যা মামলায় গ্রেফতার দেখানো হল মেনন-আতিক-দস্তগীর-পলককে
চাঁদপুরে ৪৫ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান
বরিশালে ট্রাক চাপায় শ্রমিকদল নেতা নিহত
রংপুর জেলা বিএনপি’র নেতা আনিছুর রহমানের ইন্তেকাল
রাজবাড়ীতে শহীদ আবরার ফাহাদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা
বিশ্ব ডাক দিবস : রাজধানীতে দু’দিনের কর্মসূচি
১০