খুলনায় শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১১:৪১
খুলনায় শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বক্তব্য দেন। ছবি: বাসস

খুলনা, ৮ অক্টোবর ২০২৫ (বাসস) : মুক্তিযুদ্ধের ভ্যানগার্ড ও আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে আটটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের অনুষ্ঠিত হয়েছে। 

খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, শহীদ আবরার ফাহাদ মেধাবী ছাত্র ছিলেন। জুলাই বিপ্লবের যে চেতনা, তার বীজ বপন করেছিলেন আবরার ফাহাদ। তার দেখা বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করেছে জুলাই যোদ্ধারা। দেশকে নিয়ে যে এত গভীরভাবে চিন্তা করা যায় তা আবরার ফাহাদের লেখনীর মাধ্যমে বোঝা যায়। তিনি চেয়েছিলেন সুন্দর একটি সমাজ। যেখানে সবাই শান্তিতে বসবাস করবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আবরার ফাহাদ আমাদের অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, জুলাই যোদ্ধা সাইফ নেওয়াজ, আহমদ হাসীম রাহাত, সাজিদুল ইসলাম বাপ্পী প্রমুখ বক্তৃতা করেন। এতে স্বাগত বক্তৃতা দেন জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লক্ষ্মীপুরে এক বছরে ১০ হাজার মানুষকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে
চুয়াডাঙ্গায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন : সংবাদিকদের নিয়ে কর্মশালা 
খুলনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
হত্যা মামলায় গ্রেফতার দেখানো হল মেনন-আতিক-দস্তগীর-পলককে
চাঁদপুরে ৪৫ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান
বরিশালে ট্রাক চাপায় শ্রমিকদল নেতা নিহত
রংপুর জেলা বিএনপি’র নেতা আনিছুর রহমানের ইন্তেকাল
রাজবাড়ীতে শহীদ আবরার ফাহাদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা
বিশ্ব ডাক দিবস : রাজধানীতে দু’দিনের কর্মসূচি
পদত্যাগের আবেদন মাউশির মহাপরিচালকের
১০