কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাত আটক

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৪:৩৫
কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাত আটক। ছবি : বাসস

কিশোরগঞ্জ, ১৪মার্চ, ২০২৫ (বাসস) : জেলায় গতরাতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও তিনটি মোটরসাইকেলসহ ৮ ডাকাতকে আটক করেছে র‌্যাব।

বুধবার রাত পৌনে ১টার দিকে সদর উপজেলা চরমারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

আটক ৮ডাকাত হচ্ছে -সদর উপজেলার লতিফাবাদ এলাকার মো. মতিউর রহমানের ছেলে মো. মেহেদী হাসান রবিন (২৮), গাইটাল এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে রায়হান জামান একান্ত (২৭), একই এলাকার সাইফুল ইসলামের ছেলে ইমতিয়াজ জাহান আকাশ (২৯), একই এলাকার আ. মালেকের ছেলে মো. হাছান উদ্দিন (২০), একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (২২), একই এলাকার রতন ভূইয়ার ছেলে মেহেদী হাসান (২৫), শোলাকিয়া ইদগা রোড এলাকার মৃত জামাল আকন্দের ছেলে রাগিব আবসার (২২) ও গাইটাল ডুবাইল এলাকার মোঃ বাচ্চু মিয়ার ছেলে মো. রাকিব (২৮)।

বৃহস্পতিবার  সাড়ে ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. আশরাফুল কবির।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ সদর উপজেলার চরমারিয়া এলাকায় ৮ থেকে ৯ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করেছে। এমন খবরে র‌্যাবের একটি দল বুধবার রাত পৌনে ১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে ৮জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি ষ্টীলের ধারালো তলোয়ার ও ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. আশরাফুল কবির জানান, আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করার জন্য আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০