বাগেরহাটে প্রতিদিন ২ হাজার পরিবার টিসিবি’র পণ্য পাচ্ছেন

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৫:০০ আপডেট: : ১৩ মার্চ ২০২৫, ১৫:১৯
প্রতিদিন ২ হাজার  পরিবার রমজান উপলক্ষে টিসিবি'র পণ্য পাচ্ছেন। ছবি : বাসস

বাগেরহাট, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : বাগেরহাট পৌরসভা শহরে প্রতিদিন ২ হাজার  পরিবার রমজান উপলক্ষে টিসিবি'র পণ্য পাচ্ছেন।

শহরের বাসাবাটি আমতলা, শালতলা মোড়, পিসি কলেজ সড়ক, যদুনাথ ইনস্টিটিউট ও পুলিশ সুপার কার্যালয় মহা সড়কসহ ৫ টি স্পটে ট্রাক যোগে প্রতিটি স্পটে ৪ শত পরিবারের সদস্যরা ৪ শ ৫০ টাকায় সহজলভ্যে ১ কেজি করে ছোলা, চিনি ও ২ কেজি করে ডাল, সয়াবিন তেল কিনতে পারছেন। প্রতিদিন দু হাজার পরিবার এ সুযোগ পাচ্ছেন। 

ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ শাখার দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার তারেক রহমান বাসসকে জানান, প্রতিদিন তারা লাইনে দাঁড়িয়ে এন আই ডি কার্ডের ফটোকপি জমা দিয়ে অতি সহজেই প্যাকেজ পণ্য কিনতে পারছেন।
বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি পণ্য ৫ মার্চ থেকে শুক্রবার বাদে ২৮ মার্চ এ কর্মসূচি অব্যাহতঅকবে। বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, পবিত্র মাহে রমজানের কথা চিন্তা করে সরকার সারাদেশের মতো বাগেরহাটেও টিসিবি পণ্যের মাধ্যমে সাধারণ মানুষ যেন  ভালোভাবে রোজা পালন করতে পারে এর জন্যই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও অনুরুপ জেলার ৯ টি উপজেলায় টিসিবি পণ্যের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

বাসাবাটির কেবি আলেয়া জানান, এ পণ্য সহজলভ্য হওয়ায় পণ্য কিনে তিনি আনন্দিত।গোবর দিয়া গ্রামের শাহানা, খারদ্বার গ্রামের জাকির হোসেন বলেন, পণ্যের দাম  কম করায় এবারের পবিত্র রমজান তাদের ভালোভাবে কাটছে । 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা
যুক্তরাষ্ট্রে সফরের আগে সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ‘অস্থিতিশীলতা’র নিন্দা যুক্তরাষ্ট্রের
সাতক্ষীরায় ধানের শীষকে বিজয়ী করতে সাবেক এমপি হাবিবের আহ্বান
রাজশাহীতে ট্রাকের চাপায় তিন বন্ধু নিহত
রংপুরে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
মুন্সীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার সামগ্রী বিতরণ
আদমদিঘীতে বিড়াল হত্যায় অভিযুক্ত নারী গ্রেপ্তার
১০