ঝিনাইদহে রাতের সড়কে যাত্রীদের নিরাপত্তায় পুলিশি টহল জোরদার

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৬:১২
পুলিশি টহল জোরদার। ছবি : বাসস

ঝিনাইদহ, ১৩ মার্চ ২০২৫ (বাসস): ঈদে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও মহাসড়কে ডাকাতি রোধে জেলায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। জেলার সড়ক-মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশের অস্থায়ী চেকপোস্ট। সন্ধ্যার পর থেকেই ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার যাত্রীবাহী বাসে চলছে তল্লাশি ও ভিডিও চিত্র ধারণ।

বুধবার রাত ৯টায় সরেজমিন দেখা গেছে, ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে অস্থায়ী চৌকি বসিয়ে যাত্রীবাহী দূরপাল্লার বাসে তল্লাশি কার্যক্রম শুরু করেছে পুলিশ। সদর থানা পুলিশ ও আরাপপুর হাইওয়ে পুলিশ যৌথভাবে এ তলাশী কার্যক্রম পরিচালনা করছে।

যাত্রীবাহী বাসে পুলিশ ভিডিও ধারণ করে তা সংরক্ষণ করছে। যাতে যাত্রী বেশে কেউ ডাকাতি বা ছিনতাই করার সুযোগ না পায়। পুলিশের এই উদ্যোগে যাত্রী, পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজারদের মাঝে স্বস্তি ফিরেছে।

জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঝিনাইদহ-মাগুরা সড়কের হাট গোপালপুর বাজার, যশোর-ঝিনাইদহ মহাসড়কের বিষয়খালি বাজার, কালীগঞ্জ শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, ঝিনাইদহ-মহেশপুর সড়কের খালিশপুর মোড়, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এসব পয়েন্টে যাত্রীবাহী যানবাহনে রাতভর চলছে নিয়মতান্ত্রিক তল্লাশি ও ভিডিও চিত্র ধারণ।

ঢাকাগামী যাত্রী সাইফুল ইসলাম বলেন, রাতের বেলা দূরপাল্লার বাসে ছিনতাই ও ডাকাতির ঘটনা রোধে পুলিশের এই উদ্যোগ প্রশংসনীয়। পুলিশ তৎপর হলে অপরাধীরা সুযোগ পাবে না। যাত্রীরাও নিরাপদ বোধ করছে।

আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তল্লাশি জোরদার করা হয়েছে। আসন্ন ঈদে ঘরমুখি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মহাসড়কে ও যাত্রীবাহী বাসে ছিনতাই ও ডাকাতির মত ঘটনা রোধে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তল্লাশি কার্যক্রম চলবে। যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের জানমালের নিরাপত্তার স্বার্থে রাতব্যাপী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ একসঙ্গে কাজ করে যাচ্ছে। জেলার গুরুত্বপূর্ণ সড়কের নানা পয়েন্টে পুলিশ কাজ করছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসি’র শুনানিতে বাগেরহাটে সংসদীয় আসন বহাল রাখার দাবি এলাকাবাসীর
ইউরোপীয় শক্তির সঙ্গে ইরানের পরমাণু আলোচনা হবে জেনেভায় 
ঢাকা ও নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
অপরিকল্পিত উন্নয়নের ফলে মহিষ সম্পদ ক্ষতির সম্মুখীন : মৎস্য উপদেষ্টা
সুনামগঞ্জে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা 
জেলা-উপজেলায় আনসার বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ শুরু
দিনাজপুরে প্রাণী চিকিৎসায় জুনোসিসের গুরুত্ব বিষয়ক কর্মশালা 
মেহেরপুরে হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর
পিরোজপুরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা : চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
১০