শেখ হেলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৬:৪৮

ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রী শেখ রুপা চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন আজ বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, শেখ হেলাল উদ্দিনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৪০৪ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া তিনি ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭টি ব্যাংক হিসাবে  ৫৩ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৫১ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং এর সম্পৃক্ত অপরাধের অভিযোগও আনা হয়েছে। তিনি দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এর রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অপরাধ করেছেন।

এ কারণে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

এ ছাড়া শেখ রুপা চৌধুরী তার স্বামী শেখ হেলাল উদ্দিনের সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৫৮ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন।

এই অপরাধে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে শেখ রুপা চৌধুরী ও শেখ হেলাল উদ্দীনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা
যুক্তরাষ্ট্রে সফরের আগে সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ‘অস্থিতিশীলতা’র নিন্দা যুক্তরাষ্ট্রের
সাতক্ষীরায় ধানের শীষকে বিজয়ী করতে সাবেক এমপি হাবিবের আহ্বান
রাজশাহীতে ট্রাকের চাপায় তিন বন্ধু নিহত
রংপুরে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
মুন্সীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার সামগ্রী বিতরণ
আদমদিঘীতে বিড়াল হত্যায় অভিযুক্ত নারী গ্রেপ্তার
১০