সাবেক সংসদ সদস্য নাবিল আহমেদ ও তার পরিবারের সদস্যদের শেয়ার অবরুদ্ধ

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৭:১৫
যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ও যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আদালত যাদের শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন তারা হলেন- কাজী নাবিল আহমেদ ও তার মাতা আমিনা আহমেদ, পিতা মৃত শাহেদ আহমেদ, দুইভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদ।

আজ ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপ-পরিচালক রেজাউল করিম শেয়ারগুলো অবরুদ্ধের আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

এর আগে ১৮ ফেব্রুয়ারি কাজী নাবিল আহমেদ, মা আমিনা আহমেদ, দুইভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আবেদনে বলা হয়েছে, জেমকন গ্রুপের কাজী নাবিল আহমেদ, কাজী আনিস আহমেদ, কাজী ইনাম আহমেদ, আমিনা আহমেদ ও  মৃত কাজী শাহেদ আহমেদ এবং অন্যান্য স্বার্থ সংশ্লিষ্টদের তাদের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান ও ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বিভিন্ন কোম্পানির ৪ কোটি ২৬ লাখ ৬ হাজার ৮৬৮টি শেয়ার হস্তান্তরের চেষ্টা করছেন যা করতে পারলে অত্র অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের, আদালতে চার্জশিট দাখিল, আদালত থেকে বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই অনুসন্ধান শেষে মামলা দায়ের ও মামলা তদন্ত সম্পন্ন করে আদালত থেকে চার্জশিট দাখিলের পর আদালতে বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে উক্ত শেয়ারসমূহ এবং শেয়ারসমূহ থেকে উদ্ভূত সব আয় অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৩টি ১০তলা ও একটি ছয় তলা ভবন নির্মাণ করা হবে: স্থানীয় সরকার উপদেষ্টা
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ চান অধ্যাপক ইউনূস
কাতারে বাংলাদেশি মহিলা খেলোয়াড়রা ব্যস্ত দিন কাটিয়েছেন
টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার 
কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে
দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : এ্যানি
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
১০