সাবেক সংসদ সদস্য নাবিল আহমেদ ও তার পরিবারের সদস্যদের শেয়ার অবরুদ্ধ

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৭:১৫
যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ও যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আদালত যাদের শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন তারা হলেন- কাজী নাবিল আহমেদ ও তার মাতা আমিনা আহমেদ, পিতা মৃত শাহেদ আহমেদ, দুইভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদ।

আজ ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপ-পরিচালক রেজাউল করিম শেয়ারগুলো অবরুদ্ধের আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

এর আগে ১৮ ফেব্রুয়ারি কাজী নাবিল আহমেদ, মা আমিনা আহমেদ, দুইভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আবেদনে বলা হয়েছে, জেমকন গ্রুপের কাজী নাবিল আহমেদ, কাজী আনিস আহমেদ, কাজী ইনাম আহমেদ, আমিনা আহমেদ ও  মৃত কাজী শাহেদ আহমেদ এবং অন্যান্য স্বার্থ সংশ্লিষ্টদের তাদের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান ও ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বিভিন্ন কোম্পানির ৪ কোটি ২৬ লাখ ৬ হাজার ৮৬৮টি শেয়ার হস্তান্তরের চেষ্টা করছেন যা করতে পারলে অত্র অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের, আদালতে চার্জশিট দাখিল, আদালত থেকে বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই অনুসন্ধান শেষে মামলা দায়ের ও মামলা তদন্ত সম্পন্ন করে আদালত থেকে চার্জশিট দাখিলের পর আদালতে বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে উক্ত শেয়ারসমূহ এবং শেয়ারসমূহ থেকে উদ্ভূত সব আয় অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
দুধ আমদানি কমাতে সারাদেশে চিলিং পয়েন্ট স্থাপন করা হবে : ফরিদা আখতার
ভারতে হাসিনা-এস আলম গ্রুপের প্রধানের বৈঠক নিয়ে বিএনপির উদ্বেগ 
বাণিজ্য ঘাটতি কমাতে পারলে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে : বাণিজ্য উপদেষ্টা
১০