বৈজ্ঞানিক আবিষ্কারের নতুন ধারা সৃষ্টির প্রধান সহায়ক হলো গণিত: চুয়েট ভিসি

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৭:২০
বৃহস্পতিবার দুপুরে চুয়েট গণিত বিভাগের সিমুলেশন ল্যাবে গণিত বিভাগের আয়োজনে আন্তর্জাতিক গণিত (পাই) দিবস-২০২৫ এর আলোচনা সভায় চুয়েট উপাচার্য ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৩ মার্চ, ২০২৫ (বাসস): চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, বৈজ্ঞানিক আবিষ্কারের নতুন ধারা সৃষ্টি করার প্রধান সহায়ক হল গণিত। বর্তমান যুগ বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির যুগ। আর গণিতকে বলা হয় বিজ্ঞানের ভাষা। নিজের জীবন ও দেশকে সুন্দর এবং সার্থকভাবে গড়ে তুলতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। গণিতের কারণেই প্রযুক্তি আজ এত দূর অগ্রসর হতে পেরেছে। গণিত আছে বলেই আজ আমরা অতীত ইতিহাস জানতে পারি। 

তিনি বলেন, যদি গণিত না এগোয়, তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি এগোবে না। কেননা গণিতকে কেন্দ্র করেই বিজ্ঞানের এত বিস্তৃতি। ৪র্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে গণিতের প্রতি আগ্রহী হতে হবে। মন থেকে গণিত ভীতি দূর করতে হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে চুয়েট গণিত বিভাগের সিমুলেশন ল্যাবে গণিত বিভাগের আয়োজনে আন্তর্জাতিক গণিত (পাই) দিবস-২০২৫ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক সেলিম হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ. এইচ. রাশেদুল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট ম্যাথ ক্লাবের মডারেটর ও গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব।  

পাই ডে উপলক্ষে ‘দ্য আর্টস অব পাই ডে’ শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন পিএইচডি ছাত্র রাজীব কর্মকার। আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষে আয়োজিত পোস্টার প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

বেস্ট পোস্টার পুরস্কার পান গণিত বিভাগের এমএসসি শিক্ষার্থী চৈতি দেবী পিয়া। পাই ডে কুইজ প্রতিযোগিতায় সিএসই বিভাগের ছাত্র নাহিদ হাসান প্রথম, ইইই বিভাগের ছাত্র আবরার আহনাফ করিম দ্বিতীয় এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র পলাশ চন্দ্র দেব তৃতীয় স্থান লাভ করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
১০