ঝিনাইদহে গড়াই নদীর কুমির লোকালয়ে 

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৭:১৩
কুমির লোকালয়ে । ছবি : প্রতীকী

ঝিনাইদহ, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার শৈলকুপা উপজেলার গোবিন্দপুর গ্রামে গড়াই নদী থেকে একটি বিশালাকৃতির কুমির ধরে গ্রামবাসীকে উল্লাস করতে দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার ভোরে খুলনা বন বিভাগের কর্মীরা কুমিরটি উদ্ধার করে নিয়ে যায়। কুমিরটি ডিম পাড়ার জন্য নদী থেকে ডাঙ্গায় উঠে আসলে গ্রামবাসী ধরে ফেলে।

খুলুমবাড়িয়া গ্রামের বাসিন্দারা জানান, গড়াই নদীতে বেশ কিছুদিন ধরে ৪টি কুমির ভাসতে দেখা যায়। বুধবার রাতে শৈলকুপার হাকিমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি গোয়াল ঘরের পাশ থেকে ৮ থেকে ১০ ফুট লম্বা কুমিরটি হাটাহাটি করছিল। এসময় গ্রামবাসী কুমিরটি ধরে ফেলে।

এ খবর জানতে পেরে সরকারের অ্যাটর্নি জেনারেল মো.  আসাদুজ্জামান কুমিরটির জীবন রক্ষা ও উদ্ধারের জন্য স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে নির্দেশনা দেন। পরে শৈলকুপা থানা পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে কুমিরটি উদ্ধার করে বৃহস্পতিবার সকাল ৯টায় খুলনা নিয়ে যান।

শৈলকুপা উপজেলা বন কর্মকর্তা মখলেচুর রহমান জানান, খুলুমবাড়ি গড়াই নদীর তীরবর্তী এলাকা। গড়াই নদী থেকে বিশাল আকৃতির একটি কুমির লোকালয়ে চলে আসে। পরে এলাকাবাসী কুমিরটি আটক করে। কুমিরটি উদ্ধার করে  আজ সকাল ৯টায় খুলনা বিভাগীয় বন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
দুধ আমদানি কমাতে সারাদেশে চিলিং পয়েন্ট স্থাপন করা হবে : ফরিদা আখতার
ভারতে হাসিনা-এস আলম গ্রুপের প্রধানের বৈঠক নিয়ে বিএনপির উদ্বেগ 
বাণিজ্য ঘাটতি কমাতে পারলে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে : বাণিজ্য উপদেষ্টা
১০