চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪১ নেতাকর্মী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৭:৪৭

চট্টগ্রাম, ১৩ মার্চ, ২০২৫ (বাসস): চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত আরও ৪১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আজ বৃহস্পতিবার বিকেলে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
 
গ্রেপ্তারকৃতরা হলেন- রিফাত আলম (৫৫), হৃদয় চন্দ্র দাশ (২৭), রাজিব রাজু (২৮), রবিউল (৩২), নাজমা আক্তার লিপি (৩৫), মোহাম্মদ ফরহাদ (২৭), মো. নুরুল ইসলাম (৩৪), আব্দুল হান্নান প্রকাশ লিটন (৪৮), মো. ইমন উদ্দীন (২৪), আব্দুল ওহাব (২২), শাহজাহান (৪৫), নুর আলম (৩০), শাহাদাত হোসেন (৩৪), স্বপন মারমা (৩৫), লিখন চাকমা (৩৪), কামরুল হাসান (২৬), আবু সুফিয়ান (২৮), সুমন (২৯), সুজন দেওয়ানজী (৩৫), আনোয়ার (৪০), নুর আক্তার প্রমা (৪৪), ইমদাদুল হক (৩৭), ইয়াসিন (১৮), আরিফ (৩০), কল্লোল দাশ (৪৯), ছমির উদ্দিন (৩৬), মামুন (৪২), ফয়সাল (৪৫), রাশেদ (৩৫), দিদার আলম (৪৩), সুনীল দাশ (৬৫), পদ্মারানী দাশ (৩৬), মহিউদ্দিন (২৭), জাবেদ (৩৪), তারেক হাসান জুয়েল (৪২), মরহম আলী (৩০), সাজ্জাদ (২৫), জিহাদ (১৯), তুফান (২৫), সোহাগ (৩১) ও রনি (২০)। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
দুধ আমদানি কমাতে সারাদেশে চিলিং পয়েন্ট স্থাপন করা হবে : ফরিদা আখতার
ভারতে হাসিনা-এস আলম গ্রুপের প্রধানের বৈঠক নিয়ে বিএনপির উদ্বেগ 
বাণিজ্য ঘাটতি কমাতে পারলে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে : বাণিজ্য উপদেষ্টা
ইজি বাইকে পূর্ণ যাত্রী বহন করলে যানজট কমবে, বিদ্যুৎ সাশ্রয় হবে : গবেষণা
১০