চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪১ নেতাকর্মী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৭:৪৭

চট্টগ্রাম, ১৩ মার্চ, ২০২৫ (বাসস): চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত আরও ৪১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আজ বৃহস্পতিবার বিকেলে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
 
গ্রেপ্তারকৃতরা হলেন- রিফাত আলম (৫৫), হৃদয় চন্দ্র দাশ (২৭), রাজিব রাজু (২৮), রবিউল (৩২), নাজমা আক্তার লিপি (৩৫), মোহাম্মদ ফরহাদ (২৭), মো. নুরুল ইসলাম (৩৪), আব্দুল হান্নান প্রকাশ লিটন (৪৮), মো. ইমন উদ্দীন (২৪), আব্দুল ওহাব (২২), শাহজাহান (৪৫), নুর আলম (৩০), শাহাদাত হোসেন (৩৪), স্বপন মারমা (৩৫), লিখন চাকমা (৩৪), কামরুল হাসান (২৬), আবু সুফিয়ান (২৮), সুমন (২৯), সুজন দেওয়ানজী (৩৫), আনোয়ার (৪০), নুর আক্তার প্রমা (৪৪), ইমদাদুল হক (৩৭), ইয়াসিন (১৮), আরিফ (৩০), কল্লোল দাশ (৪৯), ছমির উদ্দিন (৩৬), মামুন (৪২), ফয়সাল (৪৫), রাশেদ (৩৫), দিদার আলম (৪৩), সুনীল দাশ (৬৫), পদ্মারানী দাশ (৩৬), মহিউদ্দিন (২৭), জাবেদ (৩৪), তারেক হাসান জুয়েল (৪২), মরহম আলী (৩০), সাজ্জাদ (২৫), জিহাদ (১৯), তুফান (২৫), সোহাগ (৩১) ও রনি (২০)। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা ও নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সুনামগঞ্জে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা 
জেলা-উপজেলায় আনসার বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ শুরু
দিনাজপুরে প্রাণী চিকিৎসায় জুনোসিসের গুরুত্ব বিষয়ক কর্মশালা 
মেহেরপুরে হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর
পিরোজপুরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা : চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
পিলেট ও বুলেট বিদ্ধ রোগীদের রক্তস্নাত ভয়াবহতার সাক্ষ্য দিলেন চিকিৎসক
ভোলার ২০ রুটে লঞ্চ চলাচল শুরু
আজ রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
১০