বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে হবে: উপাচার্য  

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৮:৩৮
আজ বেরোবি’র প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে ‘মিশন ও ভিশন নির্ধারণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

রংপুর, ১৩ মার্চ, ২০২৫ (বাসস): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, গুণগত উচ্চশিক্ষা, মানসম্পন্ন গবেষণা ও নতুন-নতুন উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে অনুষ্ঠিত ‘মিশন ও ভিশন নির্ধারণ’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এ সময় উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে রাখার জন্য মিশন ও ভিশন খুবই গুরুত্বপূর্ণ। আগামীতে এই বিশ্ববিদ্যালয়কে আমরা কোন অবস্থানে দেখতে চাই, তা ঠিক করে দেবে এই প্রতিষ্ঠানের মিশন ও ভিশন। 

তিনি বলেন, গুণগত উচ্চশিক্ষা, মানসম্পন্ন গবেষণা ও নতুন-নতুন উদ্ভাবন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ সহজ করে দেয়। 

আজকের এই কর্মশালা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উক্ত কর্মশালায় ‘রিসোর্স পার্সন’ হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বেরোবি’র ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিব।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো. মতিউর রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোরশেদ হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
১০