চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস চাপায় নিহত

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৮:৪৬

চট্টগ্রাম (দক্ষিণ), ১৩ মার্চ, ২০২৫ (বাসস): জেলার দোহাজারী সদরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের চাপায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত দুই শিক্ষার্থী আপন ভাই-বোন। দুর্ঘটনার পর  মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে তারা।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী ও রিকশাচালক নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরেক শিক্ষার্থী। 

নিহতরা হলেন -ওয়াকার উদ্দীন আদিল (১২) ও তার বড় বোন সপ্তম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী (১৫) ও রিকশাচালক রুহুল আমিন (৪৫)। এ ঘটনায় নবম শ্রেণির আরেক শিক্ষার্থী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, নিহত দুই ভাই-বোন দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সকালে কোচিংয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তারা দোহাজারী জামিজুরি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের সন্তান।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সুবরঞ্জন চাকমা বাসসকে জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
দুধ আমদানি কমাতে সারাদেশে চিলিং পয়েন্ট স্থাপন করা হবে : ফরিদা আখতার
ভারতে হাসিনা-এস আলম গ্রুপের প্রধানের বৈঠক নিয়ে বিএনপির উদ্বেগ 
বাণিজ্য ঘাটতি কমাতে পারলে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে : বাণিজ্য উপদেষ্টা
ইজি বাইকে পূর্ণ যাত্রী বহন করলে যানজট কমবে, বিদ্যুৎ সাশ্রয় হবে : গবেষণা
১০