চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস চাপায় নিহত

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৮:৪৬

চট্টগ্রাম (দক্ষিণ), ১৩ মার্চ, ২০২৫ (বাসস): জেলার দোহাজারী সদরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের চাপায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত দুই শিক্ষার্থী আপন ভাই-বোন। দুর্ঘটনার পর  মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে তারা।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী ও রিকশাচালক নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরেক শিক্ষার্থী। 

নিহতরা হলেন -ওয়াকার উদ্দীন আদিল (১২) ও তার বড় বোন সপ্তম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী (১৫) ও রিকশাচালক রুহুল আমিন (৪৫)। এ ঘটনায় নবম শ্রেণির আরেক শিক্ষার্থী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, নিহত দুই ভাই-বোন দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সকালে কোচিংয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তারা দোহাজারী জামিজুরি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের সন্তান।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সুবরঞ্জন চাকমা বাসসকে জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা
যুক্তরাষ্ট্রে সফরের আগে সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ‘অস্থিতিশীলতা’র নিন্দা যুক্তরাষ্ট্রের
সাতক্ষীরায় ধানের শীষকে বিজয়ী করতে সাবেক এমপি হাবিবের আহ্বান
রাজশাহীতে ট্রাকের চাপায় তিন বন্ধু নিহত
রংপুরে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
মুন্সীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার সামগ্রী বিতরণ
আদমদিঘীতে বিড়াল হত্যায় অভিযুক্ত নারী গ্রেপ্তার
১০