চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস চাপায় নিহত

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৮:৪৬

চট্টগ্রাম (দক্ষিণ), ১৩ মার্চ, ২০২৫ (বাসস): জেলার দোহাজারী সদরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের চাপায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত দুই শিক্ষার্থী আপন ভাই-বোন। দুর্ঘটনার পর  মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে তারা।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী ও রিকশাচালক নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরেক শিক্ষার্থী। 

নিহতরা হলেন -ওয়াকার উদ্দীন আদিল (১২) ও তার বড় বোন সপ্তম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী (১৫) ও রিকশাচালক রুহুল আমিন (৪৫)। এ ঘটনায় নবম শ্রেণির আরেক শিক্ষার্থী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, নিহত দুই ভাই-বোন দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সকালে কোচিংয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তারা দোহাজারী জামিজুরি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের সন্তান।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সুবরঞ্জন চাকমা বাসসকে জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদৃঢ় হচ্ছে চীন-বাংলাদেশ সম্পর্ক : পরিবেশ উপদেষ্টা
চট্টগ্রামে ৪টি কারখানা থেকে ১০০০ কেজি পলিথিন জব্দ
ফেনীতে ভিডিপি এ্যাডভান্সড প্রশিক্ষণের সমাপনী
গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত
নওগাঁয় লটারির মাধ্যমে ওএমএস এর ডিলার নিয়োগ
আদালত চলাকালীন অসুস্থ হয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর মৃত্যু
নড়াইলে আনসার-ভিডিপি’র অ্যাডভান্সড কোর্সের সমাপনী
মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাজশাহীতে র‌্যালি ও সভা
হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড
জয়পুরহাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
১০