ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই 

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৮:৫২

ময়মনসিংহ, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : জেলা শহরের দাপুনিয়া এলাকায় টুটুল আহমেদ (২৭) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালককে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর দাপুনিয়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত টুটুল আহমেদ গাজীপুর জেলার ভবানীপুরের মনিপুর গ্রামের আইনুল আলীর ছেলে। তিনি ময়মনসিংহের ওই এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। 

নিহতের শ্বশুরবাড়ির স্বজনরা জানান, বুধবার রাতে ইফতারের পর বাজারে যাওয়ার কথা বলে টুটুল তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর ফিরে আসেননি। সকালে টুটুলের লাশ পাওয়া যায়। 

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিকল্পিতভাবে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা
যুক্তরাষ্ট্রে সফরের আগে সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ‘অস্থিতিশীলতা’র নিন্দা যুক্তরাষ্ট্রের
সাতক্ষীরায় ধানের শীষকে বিজয়ী করতে সাবেক এমপি হাবিবের আহ্বান
রাজশাহীতে ট্রাকের চাপায় তিন বন্ধু নিহত
রংপুরে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
মুন্সীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার সামগ্রী বিতরণ
আদমদিঘীতে বিড়াল হত্যায় অভিযুক্ত নারী গ্রেপ্তার
১০