বান্দরবানে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে কর্মশালা

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৯:০০
বৃহস্পতিবার বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সেমিনার কক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত। ছবি: বাসস

বান্দরবান, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে বান্দরবানে আজ সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে ও স্বাস্থ্য বিভাগ বান্দরবানের আয়োজনে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সেমিনার কক্ষে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা: দিলীপ কুমার দেবনাথের সভাপতিত্বে কর্মশালায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.থোয়াই অংচিং মারমা, শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা সাসুইচিং মারমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সিভিল সার্জন ডা: দিলীপ কুমার দেবনাথ জানান, ১৫ মার্চ বান্দরবানে ৭৪হাজার ৩শত ৭৬জন শিশুকে ভিটামিন “এ” ক্যাম্পেইনের আওতায় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় সিভিল সার্জন আরো জানান, এবারে বান্দরবান জেলায় ৬-১১ মাস বয়সী ১০হাজার ৩শত ১৬জন শিশুকে ১টি করে নীল রঙ্গের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৬৪ হাজার ৬০জন শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০