ফেনী নদী থেকে বালু তোলায় ৬ জনের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৯:১৬
ছবি : বাসস

ফেনী, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার সোনাগাজী উপজেলার চরদরবেশ এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আজ বৃহস্পতিবার ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১টায় চরদরবেশ এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, সোনাগাজী মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন। 

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর তীর ক্ষতিগ্রস্ত করা এবং এর ফলে নদী তীরে ভাঙনের সৃষ্টি করায় ৬ জনকে আটক করা হয়। মোহাম্মদ ইমরান, রাকিবুল ইসলাম, সাইফুল ইসলাম, দেওয়ান দেলোয়ার ও মোহাম্মদ রবিনকে ২ মাস এবং মোহাম্মদ সজীবকে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়। ইমরান পটুয়াখালী জেলার কলাপাড়া লস্করপুর এলাকার আলমগীর ফরায়েজীর ছেলে, রাকিব একই এলাকার আবু সলেক হাওলাদারের ছেলে, সাইফুল নোয়াখালীর কবিরহাট থানার রামেশপুর এলাকার বেলায়েত হোসেনের ছেলে, রবিন বেগমগঞ্জ থানার কালিকাপুর এলাকার সেকান্তর মিয়ার ছেলে, দেলোয়ার নারায়ানগঞ্জ জেলার রুপগঞ্জ থানার কেন্দ্রপাড়া এলাকার দেওয়ান আবদুল আলীর ছেলে ও সজীব লক্ষ্মীপুর জেলার রামগতি থানার জমিদারহাট এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান, অবৈধভাবে বালু উত্তোলনের জড়িত আটক ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়ার পরই ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা
যুক্তরাষ্ট্রে সফরের আগে সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ‘অস্থিতিশীলতা’র নিন্দা যুক্তরাষ্ট্রের
সাতক্ষীরায় ধানের শীষকে বিজয়ী করতে সাবেক এমপি হাবিবের আহ্বান
রাজশাহীতে ট্রাকের চাপায় তিন বন্ধু নিহত
রংপুরে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
মুন্সীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার সামগ্রী বিতরণ
আদমদিঘীতে বিড়াল হত্যায় অভিযুক্ত নারী গ্রেপ্তার
১০