ফেনী নদী থেকে বালু তোলায় ৬ জনের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৯:১৬
ছবি : বাসস

ফেনী, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার সোনাগাজী উপজেলার চরদরবেশ এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আজ বৃহস্পতিবার ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১টায় চরদরবেশ এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, সোনাগাজী মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন। 

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর তীর ক্ষতিগ্রস্ত করা এবং এর ফলে নদী তীরে ভাঙনের সৃষ্টি করায় ৬ জনকে আটক করা হয়। মোহাম্মদ ইমরান, রাকিবুল ইসলাম, সাইফুল ইসলাম, দেওয়ান দেলোয়ার ও মোহাম্মদ রবিনকে ২ মাস এবং মোহাম্মদ সজীবকে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়। ইমরান পটুয়াখালী জেলার কলাপাড়া লস্করপুর এলাকার আলমগীর ফরায়েজীর ছেলে, রাকিব একই এলাকার আবু সলেক হাওলাদারের ছেলে, সাইফুল নোয়াখালীর কবিরহাট থানার রামেশপুর এলাকার বেলায়েত হোসেনের ছেলে, রবিন বেগমগঞ্জ থানার কালিকাপুর এলাকার সেকান্তর মিয়ার ছেলে, দেলোয়ার নারায়ানগঞ্জ জেলার রুপগঞ্জ থানার কেন্দ্রপাড়া এলাকার দেওয়ান আবদুল আলীর ছেলে ও সজীব লক্ষ্মীপুর জেলার রামগতি থানার জমিদারহাট এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান, অবৈধভাবে বালু উত্তোলনের জড়িত আটক ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়ার পরই ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে জামায়াত আমীর ও রুয়া নেতৃবৃন্দের শোক
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
১০