ফেনী নদী থেকে বালু তোলায় ৬ জনের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৯:১৬
ছবি : বাসস

ফেনী, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার সোনাগাজী উপজেলার চরদরবেশ এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আজ বৃহস্পতিবার ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১টায় চরদরবেশ এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, সোনাগাজী মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন। 

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর তীর ক্ষতিগ্রস্ত করা এবং এর ফলে নদী তীরে ভাঙনের সৃষ্টি করায় ৬ জনকে আটক করা হয়। মোহাম্মদ ইমরান, রাকিবুল ইসলাম, সাইফুল ইসলাম, দেওয়ান দেলোয়ার ও মোহাম্মদ রবিনকে ২ মাস এবং মোহাম্মদ সজীবকে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়। ইমরান পটুয়াখালী জেলার কলাপাড়া লস্করপুর এলাকার আলমগীর ফরায়েজীর ছেলে, রাকিব একই এলাকার আবু সলেক হাওলাদারের ছেলে, সাইফুল নোয়াখালীর কবিরহাট থানার রামেশপুর এলাকার বেলায়েত হোসেনের ছেলে, রবিন বেগমগঞ্জ থানার কালিকাপুর এলাকার সেকান্তর মিয়ার ছেলে, দেলোয়ার নারায়ানগঞ্জ জেলার রুপগঞ্জ থানার কেন্দ্রপাড়া এলাকার দেওয়ান আবদুল আলীর ছেলে ও সজীব লক্ষ্মীপুর জেলার রামগতি থানার জমিদারহাট এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান, অবৈধভাবে বালু উত্তোলনের জড়িত আটক ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়ার পরই ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০