এসএসসি ভোকেশনাল পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ২০:৪১

ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস): ২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। সংশোধিত সূচি অনুসারে ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলবে এ পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়।

আজ বৃহস্পতিবার এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা পূর্ব নির্ধারিত সূচি প্রকাশ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। ১৪ মে থেকে ২২ মে ব্যবহারিক পরীক্ষা হবে। আর ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত চলবে বাস্তব প্রশিক্ষণ।

শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলিতে জানানো হয়েছে, প্রশ্নপত্রে উল্লিখিত সময় ও পূর্ণমান অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাত্ত্বিক অথবা ব্যবহারিক অংশে রেফার্ড থাকলে তাত্ত্বিক ও ব্যাবহারিক উভয় অংশে পরীক্ষা দিতে হবে এবং পৃথকভাবে পাস করতে হবে,পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষাকেন্দ্রে আসন গ্রহণ করতে হবে, পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবেন না, সেই ক্ষেত্রে কেন্দ্রসচিব ক্যামেরাবিহীন সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। 

এতে আরো বলা হয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীর তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতির জন্য একই হাজিরা শিট ব্যবহার করতে হবে, ব্যবহারিক পরীক্ষা নিজ-নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে, কোনোভাবেই পরীক্ষা শুরুর ৩০ মিনিটের আগে প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগের সাঁড়াশি অভিযান ৬৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ নেতা রানার অপহরণের বিবরণ ভিত্তিহীন : প্রধান উপদেষ্টার প্রেস উইং
বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার 
ভোলাগঞ্জে পাথর লুটপাটে জড়িত ১৪ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ ব্যক্তির মৃত্যু
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ
নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ কাল
টিএনজেড ও মাহমুদ গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
৪৩তম বিসিএসে ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত নরওয়ের
১০