এসএসসি ভোকেশনাল পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ২০:৪১

ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস): ২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। সংশোধিত সূচি অনুসারে ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলবে এ পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়।

আজ বৃহস্পতিবার এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা পূর্ব নির্ধারিত সূচি প্রকাশ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। ১৪ মে থেকে ২২ মে ব্যবহারিক পরীক্ষা হবে। আর ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত চলবে বাস্তব প্রশিক্ষণ।

শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলিতে জানানো হয়েছে, প্রশ্নপত্রে উল্লিখিত সময় ও পূর্ণমান অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাত্ত্বিক অথবা ব্যবহারিক অংশে রেফার্ড থাকলে তাত্ত্বিক ও ব্যাবহারিক উভয় অংশে পরীক্ষা দিতে হবে এবং পৃথকভাবে পাস করতে হবে,পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষাকেন্দ্রে আসন গ্রহণ করতে হবে, পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবেন না, সেই ক্ষেত্রে কেন্দ্রসচিব ক্যামেরাবিহীন সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। 

এতে আরো বলা হয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীর তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতির জন্য একই হাজিরা শিট ব্যবহার করতে হবে, ব্যবহারিক পরীক্ষা নিজ-নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে, কোনোভাবেই পরীক্ষা শুরুর ৩০ মিনিটের আগে প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০