মৃত কর্মচারীর পেনশন নিয়ে জালিয়াতি, চট্টগ্রাম পিডিবিতে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ২০:৪৩
বৃহস্পতিবার দুপুরে নগরের আগ্রাবাদে পিডিবি কার্যালয়ে দুদক অভিযান চালায়। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৩ মার্চ ২০২৫ (বাসস) : পিডিবির কতিপয় কর্মকর্তাদের যোগসাজশে ২৬ বছর আগে মারা যাওয়া এক কর্মচারীর পেনশনের টাকা নিয়ে জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযান শেষে এ জালিয়াতির ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরের আগ্রাবাদে পিডিবি কার্যালয়ে এ অভিযানের নেতৃত্ব দেন দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক সাঈদ আলম।

জানা গেছে, ১৯৯৯ সালে চট্টগ্রামে পিডিবিতে ইলেকট্রিশিয়ান পদে কর্মরত অবস্থায় মারা যান মোজাফফর আহমেদ। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। তার তিন ছেলে। ২০১১ সালে মনোনীত উত্তরাধিকার অর্থাৎ স্ত্রীর কাছ থেকে ক্ষমতা পেয়ে পেনশনের ১৫ লাখ টাকা উত্তোলন করেন তার ছোট ছেলে। সেই ছেলের তখন বয়স ছিল ১৪ বছর।

সম্প্রতি মৃত মোজাফফরের বঞ্চিত অপর দুই ছেলে দুর্নীতি দমন কমিশনে এ বিষয়ে অভিযোগ করেন। এতে পিডিবির কতিপয় কর্মকর্তাদের যোগসাজশে পিতার পেনশনের টাকা জালিয়াতির মাধ্যমে তাদের অপ্রাপ্তবয়স্ক ভাইকে দিয়ে উত্তোলন করে আত্মসাতের অভিযোগ করা হয়।

এমন অভিযোগের ভিত্তিতে অভিযানে যাওয়া দুদক জেলা কার্যালয়-১ এর উপ সহকারী পরিচালক আপেল মাহমুদ বলেন, মৃত কর্মচারীর স্ত্রীর তার অপ্রাপ্তবয়স্ক ছেলেকে টাকা উত্তোলনের ক্ষমতা প্রদান সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা করেছি। এতে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। এখন সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যোগসাজশের যে অভিযোগ করা হয়েছে, সেটা আমরা তদন্ত করে দেখব। আমরা রেকর্ডপত্রগুলো সংগ্রহ করেছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত
চাঁদপুরে ট্রাফিক আইন লঙ্ঘন করায় একলাখ ৭৫ হাজার টাকা জরিমানা
বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ভোটাধিকার রক্ষার আন্দোলনে এগিয়ে আসতে হবে : চসিক মেয়র
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দিনাজপুরে দোয়া মাহফিল 
তানজানিয়ায় খনি ধসে নিহত ২৫
খালেদা জিয়ার জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল
সেতু কর্তৃপক্ষের ‘উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও ব্যবস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষণ শুরু
মেহেরপুর সীমান্তে মার্কিন ডলারসহ আটক ১ 
উইজডেনের শতাব্দী সেরা ১৫ টেস্ট সিরিজে দু’টি বাংলাদেশের
খালেদা জিয়ার জন্মদিনে পথশিশুদের মাঝে খাবার বিতরণ
১০