আগামীকাল ভোলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

বাসস
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৩:৩৫
বৃহস্পতিবার জেলা সিভিল সার্জনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

ভোলা, ১৪ মার্চ, ২০২৫ (বাসস): আগামীকাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলায় দুই লাখ ৮৯ হাজার ৫৭০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসূল খাওয়ানো হবে। 

গত বৃহস্পতিবার জেলা সিভিল সার্জনের সাথে সাংবাদিকদের মত বিনিময়কালে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সিভিল সার্জন ডা. মো. মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ১৫ মার্চ শনিবার ৭ উপজেলা ও চারটি পৌর এলাকায় শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি জানান,এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেলার সব ইপিআই (টিকাদান) কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে। পুরো ক্যাম্পেইন তদারকি করবেন স্ব স্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তিনি বলেন,যে সব শিশুর বয়স শূন্য থেকে ১১ মাস, তাদের জন্য নীল ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে জেলার সব উপজেলায় টিকা ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

সিভিল সার্জন জানান, কেন্দ্রগুলোতে টিকা সরবরাহ ও স্বাস্থ্যকর্মীদের এ সংক্রান্ত যাবতীয় প্রশিক্ষণ ও অবহিতকরণ সম্পন্ন হয়েছে। সঠিকভাবে এ ক্যাম্পেইন তদারকির জন্য জেলায় ২৭১ জন স্বাস্থ্য সহকারী,১২৭ জন পরিবার পরিকল্পনা কর্মী,২২১জন সিএইচসিপি ও ২২১৬ জন সেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।

জেলায় সর্ব মোট ১৬৮০টি অস্থায়ী কেন্দ্র ও ১৬৮৯টি স্থায়ী কেন্দ্রে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। দূর্গম চরাঞ্চলে থাকবে ভ্রাম্যমাণ টিম,বাস ষ্টেশন ও লঞ্চ টার্মিনাল গুলোতে ক্যাম্পেইন বাস্তবায়ন করতে স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে টিম কাজ করবে  বলেও জানান সিভিল সার্জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রক্তদান সমাজে মানবিক মূল্যবোধ সৃষ্টি করে : ধর্ম উপদেষ্টা
জয়পুরহাট জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চাম্পিয়ন জয়পুরহাট পৌরসভা
সিলেটে কাল শুরু হচ্ছে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট
বিভাজন বাদ দিয়ে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে : উপদেষ্টা ফারুক ই আজম
শেখ মুজিব ‘জাতির পিতা’ নন, মুজিববাদ ‘ফ্যাসিবাদী মতাদর্শ’ : নাহিদ ইসলাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত
চাঁদপুরে ট্রাফিক আইন লঙ্ঘন করায় একলাখ ৭৫ হাজার টাকা জরিমানা
বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ভোটাধিকার রক্ষার আন্দোলনে এগিয়ে আসতে হবে : চসিক মেয়র
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দিনাজপুরে দোয়া মাহফিল 
তানজানিয়ায় খনি ধসে নিহত ২৫
১০