পটুয়াখালীতে পাতাবুনিয়া খাল অবমুক্ত করার দাবি

বাসস
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৩:৫৩
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পাতাবুনিয়া খালটি অবমুক্ত করার দাবি স্থানীয়দের। ছবি: বাসস

পটুয়াখালী, ১৪ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাতাবুনিয়া খালটি অবমুক্ত করার দাবি করেছেন স্থানীয়রা।

তারা এই ঐতিহ্যবাহী খাল অবমুক্ত করার দাবিতে আজ শুক্রবার বেলা ১১টার দিকে খালের পাড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

তারা অবৈধ দখলদারদের হাত থেকে খালটি উদ্ধার ও পানিপ্রবাহ স্বাভাবিক করার জোর দাবি জানান।

স্থানীয়রা বলেন, পাতাবুনিয়া খালটি একসময় এলাকার কৃষি, মৎস্য ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দখল ও দূষণের কারণে এটি বর্তমানে মৃতপ্রায়।

তেঁতুলিয়া নদীর তীরবর্তী রক্ষার কাজ করতে গিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান এই খালের মুখে বাঁধ দেয়। এর ফলে খালটি অকার্যকর হয়ে পড়েছে।

স্থানীয়রা খালটির বাঁধ অপসারণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। দ্রুত খালটি অবমুক্ত না করা হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি  দেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, কৃষকসহ কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ড উপজেলার ধুলিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকার ডান পাশে তেঁতুলিয়া  নদীর তীর রক্ষার কাজ করতে গিয়ে খালটির মুখ আটকে দেয়। এর ফলে ওই খাল দিয়ে পানি প্রবাহ বন্ধ  হয়ে যাওয়ার ফলে স্থানীয়রা দুর্ভোগের শিকার হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রক্তদান সমাজে মানবিক মূল্যবোধ সৃষ্টি করে : ধর্ম উপদেষ্টা
জয়পুরহাট জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চাম্পিয়ন জয়পুরহাট পৌরসভা
সিলেটে কাল শুরু হচ্ছে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট
বিভাজন বাদ দিয়ে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে : উপদেষ্টা ফারুক ই আজম
শেখ মুজিব ‘জাতির পিতা’ নন, মুজিববাদ ‘ফ্যাসিবাদী মতাদর্শ’ : নাহিদ ইসলাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত
চাঁদপুরে ট্রাফিক আইন লঙ্ঘন করায় একলাখ ৭৫ হাজার টাকা জরিমানা
বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ভোটাধিকার রক্ষার আন্দোলনে এগিয়ে আসতে হবে : চসিক মেয়র
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দিনাজপুরে দোয়া মাহফিল 
তানজানিয়ায় খনি ধসে নিহত ২৫
১০