নানা আয়োজনে পল্লীকবি জসিম উদ্দীনের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৫:৩৩
শুক্রবার নানা আয়োজনের মধ্য দিয়ে পল্লীকবি জসিম উদ্দীন মৃত্যুবার্ষিকী পালন করা হয়। ছবি: বাসস

ফরিদপুর, ১৪ মার্চ ২০২৫ (বাসস) : নানা আয়োজনের মধ্য দিয়ে পল্লীকবি জসিম উদ্দীন এর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ জেলায় পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক ও জসিম ফাউন্ডেশনের সভাপতি মোঃ কামরুল হাসান মোল্লা আজ সকালে শহরের অম্বিকাপুরে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কবির সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। 

পরে জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশনের আয়োজনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির বাড়ির আঙ্গিনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মিন্টু বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল ও কবিপুত্র খুরশিদ আনোয়ার প্রমুখ। কবির সৃষ্টিকে স্মরণীয় করে ধরে রাখতে তার গল্প, কবিতা ও উপন্যাস চর্চার তাগিদ দেন বক্তারা। পরে কবির রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। 

পল্লী কবি জসীম উদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালের ১৪ মার্চ তারিখে মৃত্যুবরণ করেন। তিনি আবহমান বাংলার সাংস্কৃতিক ও ঐতিহ্য তার লেখনীর মধ্য দিয়ে নগর সভায় নিয়ে আসেন। কবর কবিতাসহ নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার অন্যতম নিদর্শন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু নির্বাচন : শারীরিক শিক্ষা কেন্দ্রে পৃথক প্রবেশ ও প্রস্থান পথ
তেল উৎপাদন নিয়ে অনিশ্চয়তা, কঠিন আলোচনার মুখে ওপেক প্লাস
শরীয়তপুরে হত্যা মামলার প্রধান তিন আসামি গ্রেফতার
শিক্ষা প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় ছুটি কমানো হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
চাঁদপুরের মতলবে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত
কোনোভাবেই বেআইনি পথে পা বাড়ানো যাবে না: ভূমি উপদেষ্টা
চাঁদপুর হাসপাতালে বেড ও হুইল চেয়ার প্রদান বিএনপি নেতার
অস্ট্রেলিয়ায় ২ কিশোরকে হত্যা করেছে মুখোশধারী দল
মেহেরপুরের গাংনীতে জাল টাকাসহ আটক ১
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আস্থার জায়গা তৈরি করতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা
১০