বাঁশখালীতে গুঁড়িয়ে দেয়া হলো তিনটি ইটভাটা

বাসস
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৫:৩৮
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। ছবি: বাসস

চট্টগ্রাম (দক্ষিণ), ১৪ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার বাঁশখালী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম।

এসময় চট্টগ্রামের সহকারী কমিশনার (ভূমি) সুমন মণ্ডল অপু, জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস, পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক মো. আব্দুর রশিদ ও ডেটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গুঁড়িয়ে দেওয়া ইটভাটা গুলো হলো, বাঁশখালীর ইলশার এলাকার মেসার্স এমবিএম-০১ ব্রিকস, মেসার্স এমবিএম-০২ ব্রিকস ও মেসার্স খাজা আজমির ব্রিকস ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাসসকে বলেন, অভিযানে ইটভাটাগুলোর  বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় এ অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু নির্বাচন : শারীরিক শিক্ষা কেন্দ্রে পৃথক প্রবেশ ও প্রস্থান পথ
তেল উৎপাদন নিয়ে অনিশ্চয়তা, কঠিন আলোচনার মুখে ওপেক প্লাস
শরীয়তপুরে হত্যা মামলার প্রধান তিন আসামি গ্রেফতার
শিক্ষা প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় ছুটি কমানো হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
চাঁদপুরের মতলবে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত
কোনোভাবেই বেআইনি পথে পা বাড়ানো যাবে না: ভূমি উপদেষ্টা
চাঁদপুর হাসপাতালে বেড ও হুইল চেয়ার প্রদান বিএনপি নেতার
অস্ট্রেলিয়ায় ২ কিশোরকে হত্যা করেছে মুখোশধারী দল
মেহেরপুরের গাংনীতে জাল টাকাসহ আটক ১
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আস্থার জায়গা তৈরি করতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা
১০