বাঁশখালীতে গুঁড়িয়ে দেয়া হলো তিনটি ইটভাটা

বাসস
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৫:৩৮
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। ছবি: বাসস

চট্টগ্রাম (দক্ষিণ), ১৪ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার বাঁশখালী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম।

এসময় চট্টগ্রামের সহকারী কমিশনার (ভূমি) সুমন মণ্ডল অপু, জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস, পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক মো. আব্দুর রশিদ ও ডেটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গুঁড়িয়ে দেওয়া ইটভাটা গুলো হলো, বাঁশখালীর ইলশার এলাকার মেসার্স এমবিএম-০১ ব্রিকস, মেসার্স এমবিএম-০২ ব্রিকস ও মেসার্স খাজা আজমির ব্রিকস ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাসসকে বলেন, অভিযানে ইটভাটাগুলোর  বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় এ অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রক্তদান সমাজে মানবিক মূল্যবোধ সৃষ্টি করে : ধর্ম উপদেষ্টা
জয়পুরহাট জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চাম্পিয়ন জয়পুরহাট পৌরসভা
সিলেটে কাল শুরু হচ্ছে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট
বিভাজন বাদ দিয়ে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে : উপদেষ্টা ফারুক ই আজম
শেখ মুজিব ‘জাতির পিতা’ নন, মুজিববাদ ‘ফ্যাসিবাদী মতাদর্শ’ : নাহিদ ইসলাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত
চাঁদপুরে ট্রাফিক আইন লঙ্ঘন করায় একলাখ ৭৫ হাজার টাকা জরিমানা
বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ভোটাধিকার রক্ষার আন্দোলনে এগিয়ে আসতে হবে : চসিক মেয়র
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দিনাজপুরে দোয়া মাহফিল 
তানজানিয়ায় খনি ধসে নিহত ২৫
১০