বাঁশখালীতে গুঁড়িয়ে দেয়া হলো তিনটি ইটভাটা

বাসস
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৫:৩৮
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। ছবি: বাসস

চট্টগ্রাম (দক্ষিণ), ১৪ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার বাঁশখালী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম।

এসময় চট্টগ্রামের সহকারী কমিশনার (ভূমি) সুমন মণ্ডল অপু, জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস, পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক মো. আব্দুর রশিদ ও ডেটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গুঁড়িয়ে দেওয়া ইটভাটা গুলো হলো, বাঁশখালীর ইলশার এলাকার মেসার্স এমবিএম-০১ ব্রিকস, মেসার্স এমবিএম-০২ ব্রিকস ও মেসার্স খাজা আজমির ব্রিকস ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাসসকে বলেন, অভিযানে ইটভাটাগুলোর  বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় এ অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা
যুক্তরাষ্ট্রে সফরের আগে সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ‘অস্থিতিশীলতা’র নিন্দা যুক্তরাষ্ট্রের
সাতক্ষীরায় ধানের শীষকে বিজয়ী করতে সাবেক এমপি হাবিবের আহ্বান
রাজশাহীতে ট্রাকের চাপায় তিন বন্ধু নিহত
রংপুরে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
মুন্সীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার সামগ্রী বিতরণ
আদমদিঘীতে বিড়াল হত্যায় অভিযুক্ত নারী গ্রেপ্তার
১০