ঈদ যাত্রায় পরিবহনে থানা, হাসপাতাল ও ফায়ার সার্ভিসের ফোন নাম্বার রাখার নির্দেশ যশোর প্রশাসনের

বাসস
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ২২:২৮ আপডেট: : ১৮ মার্চ ২০২৫, ২২:৫০
ছবি : বাসস

যশোর, ১৮ মার্চ, ২০২৫ (বাসস) : ঈদুল ফিতরকে সামনে রেখে যশোরের ওপর দিয়ে চলাচলকারী পরিবহণগুলোতে হাইওয়ে সংলগ্ন থানা, হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশনের মোবাইল ফোন নম্বর রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। যাতে যে কোনো ধরনের বিপদে পড়লে দ্রুত এসব স্থানে যোগাযোগ করা যায়।

আজ মঙ্গলবার দুপুরে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা থেকে সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (হাইওয়ে) নাসিম খান, যশোর বিআরটিএ’র সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ, জেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যশোর বাস মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাবলু, জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মর্তুজা হোসেন, যশোরের ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক ঈদের আগে পরিবহন কাউন্টারগুলোতে যাত্রীদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিবহন মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীগুলোর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বাসগুলোতে যাতে কেবল নির্দিষ্ট স্থানেই যাত্রী ওঠানো ও নামানো হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে।

সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ঈদের আগে হাইওয়েতে ফিটনেসবিহীন গাড়ি, ইজিবাইক, নসিমন, করিমন যাতে না চলে সেজন্য ইতোমধ্যেই অভিযান শুরু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে সাড়ে সাত কোটি টাকার চোরাই পণ্য জব্দ
ঝিনাইদহে অবৈধ চায়না দোয়াড়ি ও কারেন্ট জাল জব্দ 
আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
বন ও প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনায় সবার অংশগ্রহণ জরুরি: পরিবেশ উপদেষ্টা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬৯০ কোটি ১৭ লাখ টাকার বাজেট অনুমোদন 
আগস্ট থেকে সড়কে বুয়েটের নকশায় তৈরি ই-রিকশা চলবে: ডিএনসিসি প্রশাসক
ব্যবসায়িক নেতারা এনবিআর- এর সামগ্রিক সংস্কার ও আধুনিকীকরণকে স্বাগত জানিয়েছেন
চট্টগ্রামে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকিদাতা আওয়ামী লীগ কর্মী গ্রেফতার
কোরআনের শাসন চালু না হওয়া পর্যন্ত জামায়াতের বিশ্রামের সুযোগ নেই: কেন্দ্রীয় নায়েবে আমির 
গ্রীষ্মের প্রথম তাপদাহে নাকাল ইউরোপ, ক্রমেই বাড়ছে উষ্ণতা
১০