ঈদ যাত্রায় পরিবহনে থানা, হাসপাতাল ও ফায়ার সার্ভিসের ফোন নাম্বার রাখার নির্দেশ যশোর প্রশাসনের

বাসস
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ২২:২৮ আপডেট: : ১৮ মার্চ ২০২৫, ২২:৫০
ছবি : বাসস

যশোর, ১৮ মার্চ, ২০২৫ (বাসস) : ঈদুল ফিতরকে সামনে রেখে যশোরের ওপর দিয়ে চলাচলকারী পরিবহণগুলোতে হাইওয়ে সংলগ্ন থানা, হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশনের মোবাইল ফোন নম্বর রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। যাতে যে কোনো ধরনের বিপদে পড়লে দ্রুত এসব স্থানে যোগাযোগ করা যায়।

আজ মঙ্গলবার দুপুরে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা থেকে সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (হাইওয়ে) নাসিম খান, যশোর বিআরটিএ’র সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ, জেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যশোর বাস মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাবলু, জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মর্তুজা হোসেন, যশোরের ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক ঈদের আগে পরিবহন কাউন্টারগুলোতে যাত্রীদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিবহন মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীগুলোর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বাসগুলোতে যাতে কেবল নির্দিষ্ট স্থানেই যাত্রী ওঠানো ও নামানো হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে।

সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ঈদের আগে হাইওয়েতে ফিটনেসবিহীন গাড়ি, ইজিবাইক, নসিমন, করিমন যাতে না চলে সেজন্য ইতোমধ্যেই অভিযান শুরু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৩টি ১০তলা ও একটি ছয় তলা ভবন নির্মাণ করা হবে: স্থানীয় সরকার উপদেষ্টা
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ চান অধ্যাপক ইউনূস
কাতারে বাংলাদেশি মহিলা খেলোয়াড়রা ব্যস্ত দিন কাটিয়েছেন
টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার 
কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে
দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : এ্যানি
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
১০