রাজশাহী, ১৮ মার্চ, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রামে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন।
মিজানুর রহমান মিনু বলেন, শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনে তারেক রহমানের ভূমিকা ছিল অগ্রগামী।
আজ মঙ্গলবার রাজশাহী মহানগরীর ১৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি ইফতার ও দোয়া মাহফিল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারেক রহমানের সর্বাত্মক সহযোগিতা ও দিকনির্দেশনা ছিল। বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন বলে আশা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দু:খ, কষ্ট ও বেদনায় থাকেন তখন সারাদেশের মানুষও কষ্টে থাকেন। তিনি হাসলে দেশের মানুষও হাসেন।
আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে কাজ করবে। খালেদা জিয়াকে গণতন্ত্রের নেত্রী, দেশনেত্রী উপাধি দিয়েছে মানুষ।
তিনি আরও বলেন, আওয়ামী দু:শাসনের সময় যারা নেতৃত্বে থেকে মারামারি, গোলাগুলি, চাঁদাবাজি ও হত্যার মতো ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে দলে নেয়া হবে না।
আমাদের দলের লোকজন এসব কর্মকাণ্ডের সাথে থাকবে বলে বিশ্বাস করিনা। যদি থাকে তাহলে আইনের কাছে সৌপর্দ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, বিএনপির নেতা-কর্মীদের দল ও দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামীর সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।
এতে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল মতিন ও ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল। সভাপতিত্ব করেন আব্দুল খালেক ও সঞ্চালনায় ছিলেন শহিদুল ইসলাম শহীদ।
ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। ইফতারের আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।