মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান আতাউল্লাহসহ ছয়জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ২৩:০২
ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ১৮ মার্চ, ২০২৫ (বাসস) : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহসহ ছয়জনকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। 

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল(১৭ মার্চ)ভোরে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার সকালে এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুই মামলায় ১০ দিন করে রিমান্ড চাইলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান গ্রেফতার ব্যক্তিদের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো- মিয়ানমারের আরাকান রাজ্যের মৃত মৌলভী গোলাম শরীফের ছেলে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী (৪৮), মিয়ানমারের আরাকান রাজ্যের মৃত লাল মিয়ার ছেলে মোস্তাক আহাম্মদ (৬৬), মিয়ানমারের আরাকান রাজ্যের মৃত আব্দুল আমিনের ছেলে সলিমুল্লাহ (২৭), সলিমুল্লাহর স্ত্রী, মিয়ানমারের আরাকান রাজ্যের বাসিন্দা আসমাউল হোসনা (২৩), মিয়ানমারের আরাকান রাজ্যের নুর আলমের ছেলে মো. হাসান (১৫) এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আতিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (২৪)।

র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএইচএম সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মার্চ ভোরে র‌্যাব-১১ সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আরসার প্রধানসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০