চট্টগ্রামের পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

বাসস
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০০:২৭

চট্টগ্রাম, ১৮ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের নির্মাণ কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক (যুগ্মসচিব) নুর ই আলম।

মঙ্গলবার আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্স পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন। এ সময় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আব্দুল আলিম, ম্যানেজের মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পর্যটন কর্পোরেশনের পরিচালক বলেন, এই প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান কর্মরত রয়েছে। তারমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান তাদের কাজ শেষ করলেও দেশলিংকের কাজের ধীর গতির কারণে কাজ শেষ হয়নি। ভবিষ্যতেও এই প্রকল্পে আরো বেশ কিছু কাজের টেন্ডার হবে। তখন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর অতীতের কাজের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে।

পর্যটন কমপ্লেক্সের কাজের সার্বিক বিষয় নিয়ে সাইট ইঞ্জিনিয়ার প্রকৌশলী অসীম শীল বলেন, কিছুদিন কাজ বন্ধ ছিলো আবারও কাজ শুরু হয়েছে। প্ল্যান অনুযায়ী কাজ করলে আগামী ডিসেম্বরে কাজ শেষ হওয়া সম্ভব। 

পারকি সমুদ্রসৈকত আধুনিকায়নের লক্ষ্যে ২০১৮ সালে ১৩ দশমিক ৩৬ একর জমিতে ৬২ কোটি টাকা বরাদ্দ নিয়ে শুরু হয় অত্যাধুনিক বিশ্বমানের পর্যটন কমপ্লেক্স নির্মাণকাজ। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ছিল দুই বছর। ২০২০ সালের নভেম্বরে মেয়াদ শেষ হয়ে গেলেও তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে ২০ শতাংশ কাজও শেষ করতে পারেনি। ফলে দ্বিতীয় দফায় নির্মাণকাজের মেয়াদ বাড়ানো হয় ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত। আর বরাদ্দ বেড়ে দাঁড়ায় ৭১ কোটি ২৫ লাখ টাকায়। কিন্তু মেয়াদ ও বরাদ্দ দু’টি বাড়িয়েও কাজের ধীরগতির কারণে ২০২৪ সাল পর্যন্ত কাজ শেষ করতে না পারায় পুনরায় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কাজের মেয়াদ বাড়ানোর আবেদন করে প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়ির ‘গুণী শিক্ষক’ রুপার চলার পথে রচিত হয়েছে সোনালি স্বপ্নগাথা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বগুড়া বিএনপি’র কর্মসূচি
সম্মেলনে মধ্য এশিয়ার ‘অবিশ্বাস্য সম্ভাবনার’ প্রশংসায় ট্রাম্প
চট্টগ্রামে ২৬ লাখ টাকার পণ্যসহ ৬ পাচারকারী আটক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল
ঝিনাইদহে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে নতুন সম্ভাবনা
নেত্রকোনায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ
পটুয়াখালীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
১০