যশোরে অ্যাম্বুলেন্সের সাথে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত, আহত ২

বাসস
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১১:৪৪
যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সাথে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখী সংঘর্ষ। ছবি: বাসস

যশোর, ১৯ মার্চ, ২০২৫ (বাসস) : যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সাথে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখী সংঘর্ষে বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে দুইজন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালী-নবীনগর এলাকায় মোল্যা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিলেন।

নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার বামনালী গ্রামের হাসান ইকবাল (৪৫) ও তার মেয়ে রত্না খাতুন (১১) এবং গদখালী এলাকার মেহের আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০)। 

নিহত হাসান ইকবালের স্ত্রী ও রত্না খাতুনের মা হালিমা খাতুন (৩৮) ও ভ্যানচালক গদখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাবলু মিয়া (৩৫) কে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, সকালে যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত ভ্যানের চালক বাবলু মিয়া শার্শার দিকে যাচ্ছিলেন। পথে নবীনগরে যশোরমুখী একটি অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-ই-৭১-৫১১৯) সাথে ভ্যানটির মুখোমুখী সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে যশোরের নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রোকনুজ্জামান ঘটনাস্থলে যান। তিনি বলেন, নিহত তিনজন দুর্ঘটনাস্থলেই মারা যান। তাদের মরদেহ ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এছাড়া আহত দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

তিনি জানান, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ তিনটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৩টি ১০তলা ও একটি ছয় তলা ভবন নির্মাণ করা হবে: স্থানীয় সরকার উপদেষ্টা
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ চান অধ্যাপক ইউনূস
কাতারে বাংলাদেশি মহিলা খেলোয়াড়রা ব্যস্ত দিন কাটিয়েছেন
টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার 
কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে
দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : এ্যানি
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
১০