সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে ৩৪ আইনজীবী নিয়োগ

বাসস
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১১:৫০

ঢাকা, ১৯ মার্চ, ২০২৫ (বাসস) : সুপ্রিম কোর্টে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আরো ৩৪ আইনজীবীকে নিয়োগ দেয়া হয়েছে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 

সলিসিটর (ভারপ্রাপ্ত) সানা মো. মাহরুফ হোসাইনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের ৩৪ জন আইনজীবীকে দুটি প্রজ্ঞাপনে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগপ্রাপ্তরা হলেন: মো. কাইয়ুম, কে এম রেজাউল ফিরোজ (রিন্টু), মো. মিজানুর রহমান, মো: আরিফুর রহমান, খোরশেদ আলম, মো: গোলাম রাজীব, মো. নুরুল হুদা,  মো: আল আমিন, সানজিদা রহমান, আসমা হোসেন, মো: সাইদুর রহমান (যাতন), ফারুক আহমেদ, পাপিয়া সুলতানা, মো: সারোয়ার আলম, মো: ফুয়াদ হাসান, মুস্তাফিজুর রহমান, মাহবুবা তাসলিম আঁখি, মোহাম্মদ মনিরুজ্জামান, আব্দুর রহীম, আবু সাদাত মোঃ সায়েম ভুঞা, মোহাম্মদ দেলোওয়ার হোসাইন, বিশ্বনাথ কর্মকার, মোহাম্মদ ইকবাল হোসেন, মৌসুমী আক্তার, মো: রায়হান আলম, মো: তৌহিদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, সাবিনা ইয়াসমিন নীরা, আশরাফুল আলম, ওমর ফারুক, মো: শামসুল ইসলাম মুকুল, আবুল খায়ের খান, মো: রাশেদুল হাসান সুমন ও কাজী কামরুন্নেসা।

এর আগে সুপ্রিম কোর্টের ৬৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করা হয়।

ছাত্র জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট দীর্ঘ সাড়ে ১৫ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পতন হয়। পদত্যাগ করে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাসিনা সরকারের পতনের পর থেকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া আইন কর্মকর্তাদের পদত্যাগ চলতে থাকে।

গত ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল জব্বার ভুঁইয়া, অনীক আর হক ও মোহাম্মদ আরশাদুর রউফকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ট্রাম্পের ‘রাজনৈতিক হস্তক্ষেপের’ নিন্দা জানিয়ে চিঠি 
ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করলেন মির্জা ফখরুল
মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত 
চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৬তম আসর বসছে ২৫ এপ্রিল
দোহায় ৪ নারী ক্রীড়াবিদকে পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা
সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় পণ্য জব্দ
লিড নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
বাংলাদেশকে ৬২ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার ঋণ দিবে কোরিয়া
বায়ার্নের অনুশীলনে ফিরেছেন নয়্যার ও উপামেকানো
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১৬২০ মামলা
১০