মেহেরপুর, ১৯ মার্চ, ২০২৫ (বাসস) : জেলায় আজ সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টার দিকে সিডিপির কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) মেহেরপুর জেলা শাখা আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নিবার্হী অফিসার মোঃ খাইরুল ইসলাম।
এডাব মেহেরপুর জেলা শাখার সভাপতি মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত উপ-পরিচালক নাসিমা খাতুন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
এডাব মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব জন প্রবঞ্জন বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এডাব এর বিভাগিয় কর্মকর্তা রেজাউল করিম, সিডিপির নির্বাহী পরিচালক তৃপ্তি কনা বিশ্বাস, সাংবাদিক দিলরুবা খাতুন, এনজিও প্রতিনিধি মনিরুল ইসলাম, দলিত সম্প্রদায়ের প্রতিনিধি রোজি দাস প্রমুখ।
সেমিনারে সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।