নড়াইলে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৬:১৯ আপডেট: : ১৯ মার্চ ২০২৫, ১৬:৩২

নড়াইল, ১৯ মার্চ, ২০২৫ (বাসস) : জেলায় মাদক মামলায় আব্দুল মোতালেব (৬৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মুহাম্মাদ শাহিনুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আব্দুল মোতালেব  গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের উত্তরপাড়ার মৃত আবুল কালাম শেখের ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ জানুয়ারি বেলা ১২টার সময় নড়াইল শহরের রূপগঞ্জ গোডাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেল গ্যারজের সামনে সড়কের উপর দাঁড়ানো অবস্থায় আসামি মোতালেবের হাতে থাকা কাঠের ও কাঁচের চুড়ি, ফিতা ও কসমেটিক্সের বাক্স তল্লাশিকালে বাক্সের মধ্যে চুড়ি ও ফিতার নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬৭ বোতল ফেনসিডিল পায় মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল সার্কেলের সদস্যরা। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলার এজাহার দায়ের করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল সার্কেলের পরিদর্শক মোহাম্মদ আলী শেখ। এ মামলায় আসামি মোতালেবকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামীর বিরুদ্বে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ দণ্ডাদেশ প্রদান করেন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদ্রিদে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪
কিশোরগঞ্জে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
জুলাই সনদ যথাযথ বাস্তবায়ন না হলে সংকট দূর হবে না : সারজিস আলম
ফ্লোটিলা আটকের ঘটনাকে ‘জলদস্যুতা’ বলে নিন্দা তুরস্কের
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে : তথ্য উপদেষ্টা
বাণিজ্য চুক্তির পর ভারতে বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার
পিরোজপুরের নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 
টাইফয়েড টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় কমিটি 
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ : আমীর খসরু
মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সচেতনতামূলক কর্মশালা 
১০