চাঁদপুরে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৬:২৫
মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ। ছবি : বাসস

চাঁদপুর, ১৯ মার্চ, ২০২৫ (বাসস) : চাঁদপুরে সাংবাদিকদের জন্য মোবাইল সাংবাদিকতা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ বুধবার থেকে শুরু হয়েছে।

বুধবার সকাল ৯টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন জেলা সদরে অনলাইন, টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক।

উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, যারা এখন সাংবাদিকতা করেন, তাদের নতুন প্রজন্মের সাথে টিকে থাকতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষিত হতে হবে। এজন্য পিআইবি সারা দেশে মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ দিচ্ছে।

তিনি বলেন, কাজ করার ক্ষেত্রে আমাদের আরো সতর্ক থাকতে হবে। যে বিষয়ে প্রতিবেদন তৈরি করবেন তার পেছনের সমস্ত ঘটনা জেনে নিবেন। শুধুমাত্র গতানুগতিক উন্নয়নের কথা বলা যাবে না। বাস্তব চিত্র তুলে ধরতে হবে। যে বিষয়গুলো মানুষকে জানানো প্রয়োজন সে বিষয়গুলো তুলে আনতে হবে।

বক্তব্যের এক পর্যায়ে কথা প্রসঙ্গে  ফারুক ওয়াসিফ বলেন,  পতিত সরকারের সময় সাংবাদিক সংগঠনের সদস্যরাও মাফিয়া চক্রে জড়িয়ে পড়েছিলেন। এটি আমাদের সংস্কার করতে হবে। মাফিয়া চক্রকে আর সুযোগ দেয়া যাবে না। তাদের সময় মিডিয়া যা বলেছে, বাস্তব চিত্র ছিল উল্টো। সাংবাদিকদের জেগে উঠতে হবে। এই প্রজন্ম একটি নতুন সংস্কার মাধ্যমে চলতে চায় সেটি আমাদের মনে রাখতে হবে।

সেইসঙ্গে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি তিনি প্রত্যেক সাংবাদিককে ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা। সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৩টি ১০তলা ও একটি ছয় তলা ভবন নির্মাণ করা হবে: স্থানীয় সরকার উপদেষ্টা
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ চান অধ্যাপক ইউনূস
কাতারে বাংলাদেশি মহিলা খেলোয়াড়রা ব্যস্ত দিন কাটিয়েছেন
টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার 
কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে
দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : এ্যানি
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
১০