চাঁদপুরে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৬:২৫
মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ। ছবি : বাসস

চাঁদপুর, ১৯ মার্চ, ২০২৫ (বাসস) : চাঁদপুরে সাংবাদিকদের জন্য মোবাইল সাংবাদিকতা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ বুধবার থেকে শুরু হয়েছে।

বুধবার সকাল ৯টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন জেলা সদরে অনলাইন, টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক।

উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, যারা এখন সাংবাদিকতা করেন, তাদের নতুন প্রজন্মের সাথে টিকে থাকতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষিত হতে হবে। এজন্য পিআইবি সারা দেশে মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ দিচ্ছে।

তিনি বলেন, কাজ করার ক্ষেত্রে আমাদের আরো সতর্ক থাকতে হবে। যে বিষয়ে প্রতিবেদন তৈরি করবেন তার পেছনের সমস্ত ঘটনা জেনে নিবেন। শুধুমাত্র গতানুগতিক উন্নয়নের কথা বলা যাবে না। বাস্তব চিত্র তুলে ধরতে হবে। যে বিষয়গুলো মানুষকে জানানো প্রয়োজন সে বিষয়গুলো তুলে আনতে হবে।

বক্তব্যের এক পর্যায়ে কথা প্রসঙ্গে  ফারুক ওয়াসিফ বলেন,  পতিত সরকারের সময় সাংবাদিক সংগঠনের সদস্যরাও মাফিয়া চক্রে জড়িয়ে পড়েছিলেন। এটি আমাদের সংস্কার করতে হবে। মাফিয়া চক্রকে আর সুযোগ দেয়া যাবে না। তাদের সময় মিডিয়া যা বলেছে, বাস্তব চিত্র ছিল উল্টো। সাংবাদিকদের জেগে উঠতে হবে। এই প্রজন্ম একটি নতুন সংস্কার মাধ্যমে চলতে চায় সেটি আমাদের মনে রাখতে হবে।

সেইসঙ্গে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি তিনি প্রত্যেক সাংবাদিককে ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা। সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদ্রিদে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪
কিশোরগঞ্জে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
জুলাই সনদ যথাযথ বাস্তবায়ন না হলে সংকট দূর হবে না : সারজিস আলম
ফ্লোটিলা আটকের ঘটনাকে ‘জলদস্যুতা’ বলে নিন্দা তুরস্কের
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে : তথ্য উপদেষ্টা
বাণিজ্য চুক্তির পর ভারতে বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার
পিরোজপুরের নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 
টাইফয়েড টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় কমিটি 
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ : আমীর খসরু
মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সচেতনতামূলক কর্মশালা 
১০