সাতক্ষীরায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৭:০৪

সাতক্ষীরা, ১৯ মার্চ ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে মো. রাসেল (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার সকাল দশটার দিকে সদর উপজেলার কাশেমপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার পুকুরে এ ঘটনা ঘটে।

মাদ্রাসা শিক্ষার্থী মো. রাসেল সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর হাটখোলা এলাকার ফারুক হোসেনের ছেলে।

রাসেলের মামা মাওলানা মাহমুদুল হাসান জানান, তার ভাগ্নে মো. রাসেল কাশেমপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার হেফজখানায় কোরআন শিক্ষায় অধ্যায়নরত ছিল। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাসেল-সহ আরও ৪-৫ জন ছাত্র মাদ্রাসার পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে পানিতে ডুব দিলে রাসেল হঠাৎ করে পুকুরের সিঁড়ির নিচে চলে যায়। এ সময় অন্যান্য শিক্ষার্থীরা রাসেলকে না পেয়ে দ্রুত যেয়ে তাদের শিক্ষকদের খবর দেয়। পরে মাদ্রাসার শিক্ষকরা এসে বেলা দশটার দিকে পুকুরের সিঁড়ির নিচে থেকে মো. রাসেলের মরদেহ উদ্ধার করে।

পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে মো. রাসেলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৩টি ১০তলা ও একটি ছয় তলা ভবন নির্মাণ করা হবে: স্থানীয় সরকার উপদেষ্টা
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ চান অধ্যাপক ইউনূস
কাতারে বাংলাদেশি মহিলা খেলোয়াড়রা ব্যস্ত দিন কাটিয়েছেন
টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার 
কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে
দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : এ্যানি
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
১০