জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত 

বাসস
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৯:৪৯

জয়পুরহাট, ১৯ মাচর্, ২০২৫ (বাসস): জেলার কালাই উপজেলায় আজ জয়পুরহাট- বগুড়া মহসড়কে প্রাইভেট কার ও যাত্রীবাহী ব্যাটারি-চালিত রিকশা ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোফাজ্জল হোসেন মন্ডল (৪০) ও ইদ্রিস আলী (৬০) নামের দুইব্যক্তি নিহত হয়েছেন। নিহত দু’জনই রিকশা ভ্যানের যাত্রী ছিলেন। 

আজ বুধবার বিকেলে জয়পুরহাট-বগুড়া মহসড়কে কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোফাজ্জল হোসেন মন্ডল জয়পুরহাট জেলার কালাই উপজেলার ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে এবং ইদ্রিস আলী একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।  

এ দুর্ঘটনায় ভ্যান চালক-সহ আরও দু’জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, ভ্যানচালক নুরুল ইসলাম আকন্দ তার ব্যাটারিচালিত ভ্যানে বাঁশের ব্রিজ এলাকা থেকে কয়েকজন যাত্রী নিয়ে পুনট বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি  দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিকশা ভ্যানটির দু’জন যাত্রী নিহত হন। 

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ১২ সদস্য গ্রেফতার
নাটোরে চলনবিলে নৌকা বাইচ প্রতিযোগিতা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা জানালেন তারেক রহমান
ডাকসুতে ৭৮ শতাংশ ভোট কাস্টিং প্রমাণ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়াই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব : ফুয়াদ
কাতারে হামলার নিন্দা জানাতে আমিরাতে ইসরাইলি দূতকে তলব
গাজীপুরে আগ্নেয়াস্ত্রসহ ১ জন গ্রেফতার
নতুন নেতা খুঁজছে নেপাল, সহিংসতার পর রাস্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী
তারুণ্যের উৎসব : চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
১০