জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত 

বাসস
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৯:৪৯

জয়পুরহাট, ১৯ মাচর্, ২০২৫ (বাসস): জেলার কালাই উপজেলায় আজ জয়পুরহাট- বগুড়া মহসড়কে প্রাইভেট কার ও যাত্রীবাহী ব্যাটারি-চালিত রিকশা ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোফাজ্জল হোসেন মন্ডল (৪০) ও ইদ্রিস আলী (৬০) নামের দুইব্যক্তি নিহত হয়েছেন। নিহত দু’জনই রিকশা ভ্যানের যাত্রী ছিলেন। 

আজ বুধবার বিকেলে জয়পুরহাট-বগুড়া মহসড়কে কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোফাজ্জল হোসেন মন্ডল জয়পুরহাট জেলার কালাই উপজেলার ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে এবং ইদ্রিস আলী একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।  

এ দুর্ঘটনায় ভ্যান চালক-সহ আরও দু’জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, ভ্যানচালক নুরুল ইসলাম আকন্দ তার ব্যাটারিচালিত ভ্যানে বাঁশের ব্রিজ এলাকা থেকে কয়েকজন যাত্রী নিয়ে পুনট বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি  দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিকশা ভ্যানটির দু’জন যাত্রী নিহত হন। 

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়ির ‘গুণী শিক্ষক’ রুপার চলার পথে রচিত হয়েছে সোনালি স্বপ্নগাথা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বগুড়া বিএনপি’র কর্মসূচি
সম্মেলনে মধ্য এশিয়ার ‘অবিশ্বাস্য সম্ভাবনার’ প্রশংসায় ট্রাম্প
চট্টগ্রামে ২৬ লাখ টাকার পণ্যসহ ৬ পাচারকারী আটক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল
ঝিনাইদহে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে নতুন সম্ভাবনা
নেত্রকোনায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ
পটুয়াখালীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
১০