ইউজিসি’র সাবেক চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহর ইন্তেকাল

বাসস
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ২১:০৪
অধ্যাপক কাজী শহীদুল্লাহ। ছবি: ইউজিসি

ঢাকা, ১৯ মার্চ, ২০২৫ (বাসস): বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ অস্ট্রেলিয়ার ক্যানবেরায় তার মেয়ের বাসভবনে আজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শহীদুল্লাহ দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

ড. কাজী শহীদুল্লাহর মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ, সদস্যসহ কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় ইউজিসি চেয়ারম্যান বলেন, অধ্যাপক কাজী শহীদুল্লাহ একজন প্রথিতযশা ইতিহাসবিদ, দক্ষ প্রশাসক ও সংগঠক ছিলেন। ক্লিন ইমেজের কারণে দলমত নির্বিশেষে সবার কাছে তিনি গ্রহণযোগ্য ছিলেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনসহ উচ্চশিক্ষার মানোন্নয়নে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট শিক্ষক ও অভিভাবক হারালো। এ গবেষকের মৃত্যুতে দেশ, জাতি, শিক্ষা পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, অধ্যাপক কাজী শহীদুল্লাহ প্রথম মেয়াদে ইউজিসি’র ১৩তম চেয়ারম্যান হিসেবে ২০১৯ সালের ২৬ মে দায়িত্ব গ্রহণ করেন। ২য় মেয়াদে ২০২৩ মে মাসে ইউজিসি চেয়ারম্যান হিসেবে যোগদান করেন তিনি। ২০২৪ সালের ১১ আগস্ট ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে প্রভাষক হিসাবে শিক্ষকতা শুরু করেন। তিনি অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইতিহাস বিভাগের প্রধান, কলা অনুষদের ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য ছিলেন।

ড. শহীদুল্লাহ ইউজিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেন। মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ে আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনার চলমান উন্নয়ন ত্বরান্বিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণসহ বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং এবং উচ্চশিক্ষার সবচেয়ে বড় প্রকল্প হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) বাস্তবায়নসহ শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ  
ঝালকাঠিতে ১৬২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা 
অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরে আশাবাদী জাপানি রাষ্ট্রদূত
লক্ষ্মীপুরে দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা 
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান নিয়োগ
সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
প্রকৌশল পেশাজীবীদের দাবি পূরণে ভিসি-অধ্যক্ষদের সঙ্গে আগামীকাল বৈঠক
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগে সভাপতি ইব্রাহিম চট্টগ্রামে গ্রেফতার
১৫ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১.৮ শতাংশ
১০