শিগগিরই সাতকানিয়া নিরাপদ ও শান্তির উপজেলায় পরিণত হবে: ধর্ম উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ২১:৪১
বুধবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের পৈত্রিক নিবাস বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি: বাসস

চট্টগ্রাম (দক্ষিণ), ১৯ মার্চ, ২০২৫ (বাসস): অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শিগগিরই সাতকানিয়া নিরাপদ ও শান্তির উপজেলায় পরিণত হবে।

তিনি বলেন, ‘সাতকানিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে একটি কথা উঠেছে। আমি আশা করছি ডিসি, পুলিশ সুপার এবং থানার ওসি  দ্রুত এ সমস্যার সমাধান করতে পারবেন। তারপরও উনারা যদি মনে করেন আমি স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিষয়টি আলাপ করে সাতকানিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে সহযোগিতা করবো।’

আজ বুধবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের পৈত্রিক নিবাস বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সহস্রাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকাকালীন দেশ ও এলাকার জন্য কিছু কাজ করে যেতে চাই। এর অংশ হিসেবে এ এলাকায় একটি হাসপাতাল করার ইচ্ছা রয়েছে আমার। এ বিষয়ে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে কথা বলেছি। এছাড়া এ বিষয়ে আমি আপনাদের কাছ থেকে পরামর্শ চাই। আর আপনারা আমার এলাকার মানুষ যারা আছেন তারা যদি কোনো বিপদে পড়েন একান্তে সহযোগিতা চাইলে আমি আপনাদের পাশে দাঁড়াবো।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাঈদ আহসান খালিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, ফি-সাবিলিল্লাহ ফাউন্ডেশন চেয়ারম্যান হাবিবুর রহমান মিছবাহ ও বিকেএমইএ এর সভাপতি মুহাম্মদ হাতেম। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদ্রিদে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪
কিশোরগঞ্জে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
জুলাই সনদ যথাযথ বাস্তবায়ন না হলে সংকট দূর হবে না : সারজিস আলম
ফ্লোটিলা আটকের ঘটনাকে ‘জলদস্যুতা’ বলে নিন্দা তুরস্কের
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে : তথ্য উপদেষ্টা
বাণিজ্য চুক্তির পর ভারতে বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার
পিরোজপুরের নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 
টাইফয়েড টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় কমিটি 
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ : আমীর খসরু
মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সচেতনতামূলক কর্মশালা 
১০