দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন শুরু

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:৩২
দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন শুরু -ছবি : বাসস

দিনাজপুর, ২০ মার্চ ২০২৫(বাসস) : দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে এক মাস ৭ দিন পাথর উত্তোলন বন্ধ থাকার পর আবারো পাথর উত্তোলন শুরু করা হয়েছে। 

গতকাল বুধবার রাত ১২ টা থেকে দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে প্রথম শিফটে শ্রমিকেরা পাথর উত্তোলনের কাজ শুরু করে।

যান্ত্রিক ত্রুটির কারণে গত ১১ ফেব্রুয়ারি খনি থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। বিদেশ থেকে যন্ত্রাংশ আনার পর যান্ত্রিক ত্রুটি মেরামত করে  আবার পাথর উত্তোলনের কাজ শুরু করা হলো।

গতরাত সাড়ে ১২ টায় দিনাজপুর পার্বতীপুর উপজেলায় অবস্থিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি এম জোবাইয়ের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডি এম জোবাইয়ের হোসেন বলেন, কারিগরি ত্রুটির কারণে গত এক মাস ৭ দিন খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন বন্ধ ছিল। পরে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে স্থাপন করে যান্ত্রিক ত্রুটি নিরসন করা হয়। প্রাথমিক ভাবে গতকাল বুধবার সকাল থেকে যান্ত্রিক ত্রুটি নিরসনে পরীক্ষামূলকভাবে পাথর উত্তোলন করা হয়। যান্ত্রিক ত্রুটি সম্পূর্ণরূপে নিরসন হওয়ায় গতরাত ১২ টা থেকে  প্রথম শিফটে শ্রমিকেরা পাথর উত্তোলন শুরু করে।

খনির সূত্রটি জানায়, দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত মধ্যপাড়া খনির ভূগর্ভ থেকে প্রতিদিন তিন শিফটে ৫ হাজার মেট্রিক টন পাথর সফলতার সাথে উত্তোলন করা যায়। দেশে এই কঠিন শিলা থেকে উত্তোলিতে পাথর খুবই উন্নত মানের এবং দেশের উন্নয়ন ও নির্মাণ কাজে ব্যবহারের জন্য মজবুত ও টেকসই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদ্রিদে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪
কিশোরগঞ্জে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
জুলাই সনদ যথাযথ বাস্তবায়ন না হলে সংকট দূর হবে না : সারজিস আলম
ফ্লোটিলা আটকের ঘটনাকে ‘জলদস্যুতা’ বলে নিন্দা তুরস্কের
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে : তথ্য উপদেষ্টা
বাণিজ্য চুক্তির পর ভারতে বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার
পিরোজপুরের নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 
টাইফয়েড টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় কমিটি 
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ : আমীর খসরু
মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সচেতনতামূলক কর্মশালা 
১০