দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন শুরু

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:৩২
দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন শুরু -ছবি : বাসস

দিনাজপুর, ২০ মার্চ ২০২৫(বাসস) : দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে এক মাস ৭ দিন পাথর উত্তোলন বন্ধ থাকার পর আবারো পাথর উত্তোলন শুরু করা হয়েছে। 

গতকাল বুধবার রাত ১২ টা থেকে দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে প্রথম শিফটে শ্রমিকেরা পাথর উত্তোলনের কাজ শুরু করে।

যান্ত্রিক ত্রুটির কারণে গত ১১ ফেব্রুয়ারি খনি থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। বিদেশ থেকে যন্ত্রাংশ আনার পর যান্ত্রিক ত্রুটি মেরামত করে  আবার পাথর উত্তোলনের কাজ শুরু করা হলো।

গতরাত সাড়ে ১২ টায় দিনাজপুর পার্বতীপুর উপজেলায় অবস্থিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি এম জোবাইয়ের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডি এম জোবাইয়ের হোসেন বলেন, কারিগরি ত্রুটির কারণে গত এক মাস ৭ দিন খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন বন্ধ ছিল। পরে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে স্থাপন করে যান্ত্রিক ত্রুটি নিরসন করা হয়। প্রাথমিক ভাবে গতকাল বুধবার সকাল থেকে যান্ত্রিক ত্রুটি নিরসনে পরীক্ষামূলকভাবে পাথর উত্তোলন করা হয়। যান্ত্রিক ত্রুটি সম্পূর্ণরূপে নিরসন হওয়ায় গতরাত ১২ টা থেকে  প্রথম শিফটে শ্রমিকেরা পাথর উত্তোলন শুরু করে।

খনির সূত্রটি জানায়, দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত মধ্যপাড়া খনির ভূগর্ভ থেকে প্রতিদিন তিন শিফটে ৫ হাজার মেট্রিক টন পাথর সফলতার সাথে উত্তোলন করা যায়। দেশে এই কঠিন শিলা থেকে উত্তোলিতে পাথর খুবই উন্নত মানের এবং দেশের উন্নয়ন ও নির্মাণ কাজে ব্যবহারের জন্য মজবুত ও টেকসই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০