দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন শুরু

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:৩২
দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন শুরু -ছবি : বাসস

দিনাজপুর, ২০ মার্চ ২০২৫(বাসস) : দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে এক মাস ৭ দিন পাথর উত্তোলন বন্ধ থাকার পর আবারো পাথর উত্তোলন শুরু করা হয়েছে। 

গতকাল বুধবার রাত ১২ টা থেকে দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে প্রথম শিফটে শ্রমিকেরা পাথর উত্তোলনের কাজ শুরু করে।

যান্ত্রিক ত্রুটির কারণে গত ১১ ফেব্রুয়ারি খনি থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। বিদেশ থেকে যন্ত্রাংশ আনার পর যান্ত্রিক ত্রুটি মেরামত করে  আবার পাথর উত্তোলনের কাজ শুরু করা হলো।

গতরাত সাড়ে ১২ টায় দিনাজপুর পার্বতীপুর উপজেলায় অবস্থিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি এম জোবাইয়ের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডি এম জোবাইয়ের হোসেন বলেন, কারিগরি ত্রুটির কারণে গত এক মাস ৭ দিন খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন বন্ধ ছিল। পরে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে স্থাপন করে যান্ত্রিক ত্রুটি নিরসন করা হয়। প্রাথমিক ভাবে গতকাল বুধবার সকাল থেকে যান্ত্রিক ত্রুটি নিরসনে পরীক্ষামূলকভাবে পাথর উত্তোলন করা হয়। যান্ত্রিক ত্রুটি সম্পূর্ণরূপে নিরসন হওয়ায় গতরাত ১২ টা থেকে  প্রথম শিফটে শ্রমিকেরা পাথর উত্তোলন শুরু করে।

খনির সূত্রটি জানায়, দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত মধ্যপাড়া খনির ভূগর্ভ থেকে প্রতিদিন তিন শিফটে ৫ হাজার মেট্রিক টন পাথর সফলতার সাথে উত্তোলন করা যায়। দেশে এই কঠিন শিলা থেকে উত্তোলিতে পাথর খুবই উন্নত মানের এবং দেশের উন্নয়ন ও নির্মাণ কাজে ব্যবহারের জন্য মজবুত ও টেকসই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৩টি ১০তলা ও একটি ছয় তলা ভবন নির্মাণ করা হবে: স্থানীয় সরকার উপদেষ্টা
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ চান অধ্যাপক ইউনূস
কাতারে বাংলাদেশি মহিলা খেলোয়াড়রা ব্যস্ত দিন কাটিয়েছেন
টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার 
কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে
দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : এ্যানি
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
১০