বরগুনায় তরমুজের বাম্পার ফলন 

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৭:২১ আপডেট: : ২২ মার্চ ২০২৫, ১৭:৫৯
ক্ষেত থেকে উঠানো তরমুজ । ছবি : বাসস

বরগুনা, ২২ মার্চ, ২০২৫ (বাসস) : জেলায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে তরমুজের চাষ হয়েছে। ফলনও হয়েছে ব্যাপক। বাজারে তরমুজের চাহিদা ও ভালো সরবরাহ রয়েছে। 

বরগুনা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, গত বছর ভালো দাম পাওয়ায় এ বছর তরমুজের আবাদ বেড়েছে। ১২ হাজার ৩শ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। এ মৌসুমে লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিলো ৮হাজার ৩শ হেক্টর। এ বছরে উৎপাদিত তরমুজের সম্ভাব্য বাজারমূল্য ১হাজার ৭শ কোটি টাকা বলে জানিয়েছেন কৃষি বিভাগের সহকারী উপ-পরিচালক এসএম বদরুল আলম। 

মাঠজুড়ে তরমুজের সমারোহ। কৃষকের তিন মাসের অক্লান্ত পরিশ্রমের পর মাঠ থেকে বাজারে যাচ্ছে বরগুনার তরমুজ। এ বছর বাম্পার ফলনে কৃষকও ব্যাপক লাভের স্বপ্ন দেখছে। বাজারে বিভিন্ন সাইজের তরমুজের দাম ১শ টাকা থেকে ৬শ টাকা পর্যন্ত ওঠা-নামা করছে। রমজানে বরগুনা বাজারের তরমুজের চাহিদা স্বাভাবিক আছে জানিয়েছেন, আড়তদার আইয়ুব আলি খান। তিনি আরও জানান, বড় তরমুজের চেয়ে মাঝারি ও ছোট তরমুজের চাহিদা বেশি। বর্তমানে বাজারে সর্বনিম্ন ২০ টাকায়ও তরমুজ পাওয়া যাচ্ছে।

বরগুনার কৃষি বিপণন কর্মকর্তা মো.  শাহ্জাহান আলী জানান, ‘কৃষি বিপণন বিধি’ অনুযায়ী তরমুজের ক্ষেত্রে উৎপাদনের পর থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে ৩০ শতাংশ লাভ করতে পারবে। বাজারে কিছু অসংগতি রয়েছে, যা আমরা নিয়মিত তদারকি করছি।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরগুনার সহকারী পরিচালক সুচন্দ্র মন্ডল জানিয়েছেন, রমজানের শুরু থেকেই আমরা তরমুজের ক্ষেত থেকে খুচরা বাজার পর্যন্ত মনিটরিং করছি। ক্ষেত ও পাইকারের কাছে যে দামে বিক্রি হচ্ছে সেটা যৌক্তিক পর্যায়ে আছে। কিন্তু খুচরা বিক্রেতারা বাজারের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়ে প্রয়োজনের চেয়ে বেশি দাম নিচ্ছেন। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএমইউতে ক্যান্সারের আধুনিক চিকিৎসা বিষয়ে একাডেমিক সেশন
এক মাসে ১ লাখ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ডিএনসিসি
ইসি শতভাগ প্রস্তুত: ফেব্রুয়ারির প্রথমভাগেই সংসদ নির্বাচন সম্ভব
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
১০