পার্বতীপুরে করতোয়া নদীতে তিন দিনব্যাপী গঙ্গা পূজা ও স্নান মহোৎসব শুরু

বাসস
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৩:১৫
গঙ্গা পূজা ও স্নান মহোৎসব । ছবি : বাসস

দিনাজপুর,২৯ মার্চ ২০২৫ (বাসস) : জেলার পার্বতীপুর উপজেলায় করতোয়া নদী তীরে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী বারুনী মেলা, গঙ্গা পূজা ও স্নান মহোৎসব শুরু হয়েছে। 

বারুনী মেলা আয়োজক কমিটির উদ্যোগে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খোলাহাটি করতোয়া নদীর তীরে গতকাল সন্ধ্যায় এ মেলা শুরু হয়। তিন দিনব্যাপী এই মেলা আগামী ৩০ মার্চ সন্ধ্যায় মহাস্নান উৎসবের মধ্য দিয়ে সমাপ্ত হবে। এ মেলা উপলক্ষে সারারাত সনাতন ধর্মাবলম্বী নারী- পুরুষ ও ভক্তদের ধর্মীয় কীর্তন ও গান-বাজনা অনুষ্ঠিত হয়। 

মেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক হরে কৃষ্ণ রায় বলেন, প্রতি বছর মধুকৃষ্ণা এয়োদশীর তিথিতে মহাপুণ্য লগ্নে সনাতন সম্প্রদায়ের মঙ্গল কামনায় এই গঙ্গা পূজা, বারুনী মেলা ও করতোয়া নদীতে স্নানের আয়োজন করা হয়। 

সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এই পুণ্য তিথিতে গঙ্গাস্নান করলে সকল প্রকার পাপ মোচন হয়। তাই এই পুণ্য তিথিতে জেলার পার্বতীপুরে করতোয়া নদীর তীরে তিন দিনব্যাপী গঙ্গা পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ভজন কীর্তন, মহাপ্রসাদ আস্বাদন, গঙ্গা গৌর আরতিসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ মেলা উপলক্ষে গতকাল শুক্রবার থেকে হাজার হাজার  পুণ্যার্থী করতোয়া নদীতে গঙ্গা মায়ের চরণে ভক্তি নিবেদন করেন। সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ পাপ মুক্তির আশায় নদীর স্বচ্ছ পানিতে নেমে বারুনী স্নানে অংশ নেন। জেলা ও উপজেলার বিভিন্ন দুর্গম এলাকার বিপুল সংখ্যক সনাতন ধর্মালম্বী নর-নারী নদীতে গঙ্গা স্নানের পাশাপাশি গঙ্গা মায়ের জন্য পূজা অর্চনায় আত্মনিবেদন করেন। নদীতে পূজা দেয়ার পাশাপাশি মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে অনেকে গঙ্গা দেবীকে প্রণাম জানান

জেলার পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ পরিদর্শক মো. আব্দুস সালাম জানান, সনাতন ধর্মাবলম্বীদের উৎসব বারুনী মেলায় নিরাপত্তা জোরদার করতে মেলাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে মেলার আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলার পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন জানান, তিনি গতকাল রাতে খোলাহাটি করতোয়া নদীর পাড়ে শুরু হওয়া বারুনী মেলা পরিদর্শন করেছেন। শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
খুবিতে দুই গ্রুপের উত্তেজনায় ক্লাস পরীক্ষা বন্ধ
১০