সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত 

বাসস
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ২০:২৫ আপডেট: : ০৩ এপ্রিল ২০২৫, ২০:৪৬

সিরাজগঞ্জ, ৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার উল্লাপাড়া উপজেলায় আজ হাটিকুমরুল-নগরবাড়ী মহাসড়কে লরিচাপায় দু’জন নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া উপজেলায় হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কের পূর্বদেলুয়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার আলোকদিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে অটোরিকশা চালক শরিফুল ইসলাম (২৬) এবং জেলার উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন ( ২৪)। 

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে অটোরিকশাটি উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কের পূর্বদেলুয়া সেতুর কাছে পৌঁছালে শাহজাদপুরের বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি লরি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক শরিফুল ইসলাম এবং যাত্রী আব্দুল মমিন নিহত হন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। 

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক লরিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
১০