সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত 

বাসস
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ২০:২৫ আপডেট: : ০৩ এপ্রিল ২০২৫, ২০:৪৬

সিরাজগঞ্জ, ৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার উল্লাপাড়া উপজেলায় আজ হাটিকুমরুল-নগরবাড়ী মহাসড়কে লরিচাপায় দু’জন নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া উপজেলায় হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কের পূর্বদেলুয়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার আলোকদিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে অটোরিকশা চালক শরিফুল ইসলাম (২৬) এবং জেলার উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন ( ২৪)। 

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে অটোরিকশাটি উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কের পূর্বদেলুয়া সেতুর কাছে পৌঁছালে শাহজাদপুরের বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি লরি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক শরিফুল ইসলাম এবং যাত্রী আব্দুল মমিন নিহত হন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। 

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক লরিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫ অনুমোদন, বিনিয়োগ ও রপ্তানিতে গতি আসবে
সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসমান ৪২ যাত্রীকে বোটসহ উদ্ধার 
লালমনিরহাটে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড 
পটুয়াখালীতে আইন অমান্য করায় ৯টি যানবাহনকে জরিমানা 
ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪
এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি প্রশাসন
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনে সময় বাড়ালো এনটিআরসিএ
ক্যাম্পাসে যৌন হয়রানি শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছে ইউজিসি
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত
মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল
১০